Sujan Chakraborty: 'আমি ষড়যন্ত্রের শিকার', বললেন পার্থ, 'ষড়যন্ত্র কে করল? নাম বলুন পার্থ', প্রশ্ন সুজনের
ESI হাসপাতালে নাটকীয় পরিস্থিতি! হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়! আর ঢোকা-বেরোনো দু’ই সময়ই বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়!

কলকাতা: মন্ত্রিত্ব ও পদ খুইয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। 'আমি ষড়যন্ত্রের শিকার', জোকায় গাড়ি থেকে নামার সময় বলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই দলের সিদ্ধান্ত সঠিক কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে পার্থ বলেন, ‘দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে’। ফের প্রশ্ন আসে, ‘পার্থদা কার ষড়যন্ত্র?’ এর উত্তরে পার্থ চট্টেপাধ্যায় বলেন, ‘দলের সিদ্ধান্ত দেখে নিন’ তাহলে ‘দলের সিদ্ধান্ত কি সঠিক?’ পার্থর পাল্টা উত্তর, ‘সময়টা ঠিক নয়, নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে’ আ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কি ঠিক? এ প্রসঙ্গে পার্থর উত্তর ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক।’
বিরোধীদের প্রশ্ন: এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। একে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কে এই ষড়যন্ত্রকারী জানতে চেয়েছেন সুজন চক্রবর্তী। এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, ৬ দিন লাগল কারণ তৃণমূল ভয় পাচ্ছিল পার্থ মুখ খুললে অনেককে পথে বসতে হবে। মমমতা ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু দল থেকে বেরোনোর বিষয়ে কথা বলেননি। তাই মন্ত্রিসভা থেকে হঠানো মেনে নিয়েছেন কিন্তু পার্টি থেকে হটানো মেনে নিতে পারেননি।
ESI হাসপাতালে নাটকীয় পরিস্থিতি! হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়! আর ঢোকা-বেরোনো দু’ই সময়ই বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়! মন্ত্রী পদ ও দলের সমস্ত পদ হারানোর পর প্রথমবার মুখ খুললেন তিনি! আর এরইসঙ্গে কি দলেরই একাংশের দিকে প্রশ্ন তুললেন? করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
কোটি টাকা উদ্ধার: টানা জিজ্ঞাসাবাদের পর, শুক্রবার গভীর রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে! কার্যত সোনার খনির খোঁজ মিলেছে! এর পর, বৃহস্পতিবার, পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প, তথ্য প্রযুক্তি ও পরিষদীয়- এই ৩টি দফতরের মন্ত্রীর পদ থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয় মহাসচিব, জাতীয় কর্মসমিতির সদস্য, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য এবং তৃণমূলের মুখপত্রের সম্পাদকের পদ থেকেও। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ডও করে তৃণমূল।আর তার ঠিক পরের দিনই অর্থাৎ শুক্রবার, ESI হাসপাতাল থেকে বের করার সময়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়!
উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিশিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে রুদ্রনীলের প্রশ্ন, অন্য রাজ্যের ঘটনা নিয়ে মোমবাতি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানালেও, কেন এসএসসির দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন না বাংলার বিদ্বজ্জনেরা? এদিনই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন পরিচালক অপর্ণা সেন।
আরও পড়ুন: Madan on Partha : "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন !" নিজেকে 'চুনোপুঁটি' বললেন মদন






















