![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Governor CV Ananda Bose: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, রাজভবনের ১ মাস ব্যাপী কর্মসূচি, '..জাগতা বেঙ্গল'
CV Ananda Bose Program Schedule: রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন সি ভি আনন্দ
![Governor CV Ananda Bose: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, রাজভবনের ১ মাস ব্যাপী কর্মসূচি, '..জাগতা বেঙ্গল' CV Ananda Bose will complete 2 years as governor on November 23 multiple program schedule Governor CV Ananda Bose: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, রাজভবনের ১ মাস ব্যাপী কর্মসূচি, '..জাগতা বেঙ্গল'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/c95edb65d18a2b69b51a844aeabcaa5d1730451831318484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি সি ভি আনন্দ বোসের। নারী সুরক্ষায় বিশেষ কোর্স থেকে পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন। 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি ঘোষণা রাজভবনের। রাজভবনের এক মাস ব্যাপী কর্মসূচি 'আপনা ভারত, জাগতা বেঙ্গল'। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন করবেন বোস। রাজ্যজুড়ে মোট ২৫০ জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বোস।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরপরই ভাঙচুরের ঘটনা চলে হাসপাতালে। রীতিমতো তাণ্ডব চলে। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। এরপরই আজ আরজি কর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে যান তিনি। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান ওঠে মুহূর্মুহু। আরজি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পড়ুয়াদের আশ্বস্ত করে রাজ্যপাল বলেছিলেন, 'আপনারা বিচার পাবেন। আমি এখানে ব্যক্তিগতভাবে এসেছি আপনাদের কথা শুনতে। আমি আপনাদের সঙ্গে আছি, একসঙ্গে লড়াই করব। আমরা জিতব। আমরা জয় করব। আমরা এই রাজ্যে আমাদের বোনেদের সঙ্গে এমন ঘৃণ্য কাজ আর হতে দেব না। আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি। আমাদের চোখ আর কান খোলা আছে। বিচার পাওয়ার জন্য আমরা সর্বত্র এই লড়াই করব। আপনাদের জন্য নিজেকে নিবেদিত করব, আপনারা যা চান তা দেখব, যাতে এই সমাজে মহিলারা সুখে বাস করতে পারেন। আমরা প্রত্যেকে একসঙ্গে কাজ করব, আমাদের সেরাটা দেব। জয় আমাদের হবে।'
আরও পড়ুন, মা কালীর মূর্তিকে জড়িয়ে কেঁদে ফেললেন TMC সাংসদ কল্যাণ
ভাঙচুর হওয়া হাসপাতালের ১৮টি বিভাগ ঘুরে দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। এদিন কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, পুলিশের একাংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং এই অপরাধের সঙ্গে জড়িত। তিনি বলেন, 'আমি যা দেখেছি, যা শুনেছি, যা বলা হয়েছে আমাকে এবং রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, যন্ত্রণাদায়ক এবং শোচনীয়। এটা বাংলা, ভারত ও মানবতার লজ্জা। এটা আমাদের চারপাশে দেখা সবচেয়ে বড় অবক্ষয়।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)