Cyclone Alert: ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ? কাল কেমন থাকবে আবহাওয়া
Cyclone Alert Bengal Weather Update : ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, জরুরি আপডেট হাওয়া অফিসের, আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?

কলকাতা: ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। এদিকে সপ্তাহ পেরোলেই দোল উৎসব, তার আগেই ভোল বদলাবে ফের প্রকৃতি ? ফের দেখতে হবে কি দামাল রূপ ? আসলে এখনও উপকূলবর্তী এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি। তার আগেই এহেন খবরে, উদ্বেগ হয় বইকি ! কী বলছে হাওয়া অফিস ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৯ মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ ও আগামীকাল দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং এর সঙ্গে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার, শনিবার, রবিবার এই তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন, বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? 'যখন জানলাটা খুলি..' হালতুকাণ্ডে হাড় হিম করা তথ্য় !
দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। আগামী দু'দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামল স্বাভাবিকের তুলনায়। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সপ্তাহের মাঝে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের নেমে যেতে পারে পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। কলকাতায় সামান্য কমল, দিন ও রাতের তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের সামান্য নীচে দিনের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ।






















