Cyclone Dana Update : আজ থেকেই জারি সতর্কবার্তা, কতটা বিপদ নিয়ে এগিয়ে আসবে সাইক্লোন? রইল খুঁটিনাটি
সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে ওই দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় পরিণতি লাভ করলে তার নাম হবে 'ডানা', উচ্চারণান্তরে 'দানা'। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় এখনও তৈরি হয়নি। এখনও ঘুর্ণাবর্ত হিসেবেই অবস্থান করছে আন্দামান সাগরের কাছে।আর কিছুক্ষণেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে।
নিম্নচাপ তৈরি হওয়ার পর তা পশ্চিম উত্তর পশ্চিমে এগোবে। আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ২২ অক্টোবর এই নিম্নচাপ তৈরি হলে, ২৩ তারিখ ঘুর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। ২৪ তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোবে সেটি । এর ল্যান্ডফল সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট স্থানের কথা বলেনি আবহাওয়া দফতর। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি হাওয়া বইবে ।
কবে থেকে এই সিস্টেমের প্রভাব ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা,ঝাড়গ্রামে। শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় ও উপকূলবর্তী জেলাগুলিতে।
সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা কবে থেকে ?
সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে ওই দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কোন কোন জায়গায় প্রভাব সবথেকে বেশি ?
ঘূর্ণঝড় তৈরি হলে, ওড়িশা ও পূর্ব মেদিনীপুরে তার সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। এবিষয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনকে।
কলকাতায় পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব
বুধবার থেকে শুক্রবার কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার অবধি দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে । বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে । জলীয় বাষ্পের পরিমাণও কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বেলার দিক থেকে শুরু হবে আবহাওয়ার পরিবর্তন।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
7 Day's weather forecast for #Capital City pic.twitter.com/ayrYyQavPN
— IMD Kolkata (@ImdKolkata) October 20, 2024
আরও পড়ুন : লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?