Bangladesh News: এবিপি আনন্দকে হুঁশিয়ারির পর, এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার BNP নেতার।
ABP Ananda Live: লাগাতার হিন্দু- নিপীড়নের খবর করায়, গতকাল আমার নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। আর আজ তিনি ভারতীয় পণ্য় বয়কটের ডাক দিয়ে, স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পোড়ালেন! কিন্তু তা করতে গিয়ে, যেটা সামনে এল, বাংলাদেশ এখনও ভারতীয় শাড়ির ওপরই নির্ভরশীল। কারণ, তিনি যখন শাড়িটা সামনে ছুড়ে ফেলে দিলেন, সেটা আবার কেউ সঙ্গে সঙ্গে কুড়িয়েও নিলেন! পোড়াতে গিয়ে রিজভি-সাহেব যখন দেখলেন, শাড়ি নেই, তখন যিনি শাড়ি তুলে নিয়েছিলেন, তাঁকে রীতিমতো ধমকও দিলেন BNP-র এই বর্ষীয়ান নেতা!
'হিন্দুদের একতাবদ্ধ হওয়া সর্বাগ্রে প্রয়োজন', বার্তা কার্তিক মহারাজের, বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রতিবাদে কলকাতায় পথে সনাতনী সমাজ । 'চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে', 'বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করুক ভারত' । কেন নীরব ভারত সরকার? প্রশ্ন কার্তিক মহারাজের । ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' । 'হিন্দুদের রক্ষা করতে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস সবাই এগিয়ে আসুক' । রাজনৈতিক বিভেদ ভুলে হিন্দুদের পাশে দাঁড়ান, আহ্বান কার্তিক মহারাজের । কেন্দ্র হিন্দুদের পাশে না দাঁড়ালে সব বর্ডার বন্ধ করে দেব' । রানি রাসমণি অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি কার্তিক মহারাজের