Cyclone Michaung: কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মিগজাউম'? বিশেষ সাবধানবাণী এই জেলাগুলিকে
Cyclone Michaung Update : তবে কি বছরের শেষ মাসে আরও একটা ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলার উপকূলের জেলাগুলি?
চেন্নাই : বছরশেষে ধাক্কা দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় 'মিগজাউম' ( Cyclone Michaung )। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের উপকূলীয় জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় । প্রভাব পড়তে পারে ওড়িশাতেও । আর তারপরই তো বাংলা। তবে কি বছরের শেষ মাসে আরও একটা ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলার উপকূলের জেলাগুলি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর থেকে সাবধানতা নেওয়া শুরু হয়েছে এখন থেকেই। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনও সঠিকভাবে বলতে পারছে না ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়বে। তাই সতর্ক অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ভারতের পূর্ব উপকূর বরাবর রাজ্যগুলি। 'মিগজাউম' অন্ধ্র থেকে বাংলাদেশ উপকূলের যে কোনও জায়গাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত উত্তর তামিলনাড়ু ,ওড়িশা, অন্ধ্র উপকূলেই সাবধানতা নেওয়া হচ্ছে বেশি। ঘূর্ণিঝড় 'মিগজাউম-এর সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি ওড়িশার সাত জেলাকে বিশেষভাবে সাবধান করেছে ওড়িশা সরকার।
আইএমডি ( IMD ) রবিবার এবং সোমবার তামিলনাড়ু উপকূল, অন্ধ্র প্রদেশের উপকূলীয় এবং অভ্যন্তরীণ অংশে 'কমলা' সতর্কতা জারি করেছে। আগামী চারদিন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। সমুদ্র হবে উত্তাল।
আগামী দুই দিনের মধ্যে করাইকাল, পুদুচেরি, মাহে সহ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ও তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশায় বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ৭ জেলাকে। তার মধ্যে রয়েছে বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর, পুরী, খুরদা এবং গঞ্জাম (Balasore, Bhadrak, Kendrapara, Jagatsinghpur, Puri, Khurda and Ganjam districts)।
Yesterday’s Low Pressure Area over the south Andaman Sea & adjoining Southeast Bay of Bengal moved west-northwestwards and lay as a Well Marked Low-Pressure Area over Southeast Bay of Bengal & adjoining South Andaman Sea at 0830 hours IST of today, the 29th November 2023.
— India Meteorological Department (@Indiametdept) November 29, 2023
অন্যদিকে, শনিবার চেন্নাই শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ৬০ থেকে - ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আইএমডি জানিয়েছে, চেন্নাই শহর, তামিলনাডুর উত্তর উপকূলীয় ও পার্শ্ববর্তী অভ্যন্তরীণ এবং ব-দ্বীপ জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:
ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।