Cyclone Update: দিঘায় পৌঁছল NDRF, এই তারিখগুলির জন্য বিশেষ ঘোষণা
NDRF at Digha on Cyclone Mocha: আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। আর তার আগেই দিঘায় এসে পৌঁছল NDRF।
পূর্ব মেদিনীপুর: আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। আগামীকাল সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'মোকা'। আর তার আগেই দিঘায় এসে পৌঁছল এনডিআরএফ (NDRF)। ইতিমধ্যেই এনডিআরএফ-র তরফে পর্যটক এবং জেলেদের জন্য সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। ঘোষণায়, ১২ মে এবং ১৩ মে সুমদ্র থেকে বিরত থাকতে বলা হয়েছে।
#WATCH | #CycloneMocha | NDRF (National Disaster Response Force) teams arrive in Digha, West Bengal. Announcements being made for tourists and fishermen, asking them to refrain from going into the sea on the 12th and 13th of May. pic.twitter.com/FXXrfYLbuG
— ANI (@ANI) May 11, 2023
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। আগামীকাল সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'মোকা'। এই মূহূর্তে পোর্টব্লেয়ার থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ১ হাজার ১১০ কিমি। মায়ানমার থেকে ১১২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মোকা। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিমি।
ঘূর্ণিঝড় মোকা-র পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আগামী কয়েকদিন গরম বাড়বে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈর হবে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা। শুক্র-রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই অন্য দরজায় কড়া নাড়ছে তাপপ্রবাহের বার্তা। নেই বৃষ্টি,পুড়ছে বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও অন্তত ২ দিন পুড়বে দক্ষিণবঙ্গ।উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে মুদ্রার অপরপিঠেই সুখবর উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কার পাশেই শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।