Cyclone Remal Update : দিঘায় উত্তাল সমুদ্র, ভয়ঙ্কর হবে রেমালের গতি, আপনার এলাকায় কতটা ক্ষতি করতে পারে এই ঝড়?
Remal latest Updates : রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি।
কলকাতা : মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। আপাতত ১৭.৮°উ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ৮৯.৭°পূর্বের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত হয়েছে।
কোথায় অবস্থান করছে এখন রেমাল
আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় কখন তৈরি হবে ?
তারপর ফের উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা।
রবিবার হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। হুগলি, পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি।
কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা ?
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।