DA Agitation: বকেয়া DA-র দাবিতে সরব, আন্দোলনের দেড়শো দিনে ফের মহামিছিলের ডাক
Kolkata News: দাবি আদায়ে ফের মহামিছিলের ডাক DA-আন্দোলনকারীদের। আন্দোলনের শততম দিনে মুখ্য়মন্ত্রীর পাড়া এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেছিলেন DA আন্দোলনকারীরা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২৫ জুন ডিএ আন্দোলনকারীদের (DA Agitation) লাগাতার ধর্না কর্মসূচি দেড়শো দিনে পড়বে। ওইদিন কলকাতায় মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। হাওড়া ও শিয়ালদা থেকে পৃথক মিছিল শেষে শহিদ মিনার ময়দানে সভা করবে ডিএ আন্দোলনকারীদের সংগঠন।
ফের মহামিছিলের ডাক: দাবি আদায়ে ফের মহামিছিলের ডাক DA-আন্দোলনকারীদের। আন্দোলনের শততম দিনে মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) পাড়া এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে দিয়ে মিছিল করেছিলেন DA আন্দোলনকারীরা। ২৫ জুন সেই আন্দোলনের দেড়শোতম দিনে ফের মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার বকেয়া DA-র দাবির সঙ্গে বিভিন্ন দফতরে নিয়োগ এবং ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টিও জুড়ে দিয়েছেন তাঁরা। এইসব দাবিতে সেদিন হাওড়া ও শিয়ালদা থেকে ২টি পৃথক মিছিল হবে। ২টি মিছিল শেষ হবে শহিদ মিনার ময়দানে। তারপর সেখানে সভা করবে ডিএ আন্দোলনকারীদের সংগঠন। বকেয়া DA-র দাবিতে মাসের পর মাস রোদ-ঝড়-বৃষ্টিতে লাগাতার রাস্তায় বসে রয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। কিন্তু, দাবি পূরণ হবে কবে? সেই উত্তর নেই কারও কাছে।
DA-আন্দোলনের আবহে নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক (DA Protests) তৈরি হয় দিনকয়েক আগে। প্রতিবাদ জানিয়ে মহাকরণে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ। বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের অধিকার হরণের চেষ্টা করছে রাজ্য সরকার, এমনই অভিযোগ করে DA আন্দোলনকারীরা (Nabanna Notifications)। বকেয়া DA-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার আন্দোলনের আবহে, সরকারি কর্মচারীদের উদ্দেশে দুটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এর মধ্যে প্রথমটিতে বলা হয়, সোমবার পেন ডাউন কর্মসূচিতে শামিল হলে ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোনও কাজ করতে পারবেন না সরকারি কর্মীরা। এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করেন সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ প্রশ্ন তোলে, পেন ডাউনের যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল? প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখান রাজ্য সরকারি কর্মীরা।
আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?