DA Agitation : ' এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে', কোঁকিয়ে উঠলেন অবসরপ্রাপ্ত সরকারিকর্মী
DA hike demand : ডিএ চাইতে গিয়েও আন্দোলনরত সরকারী কর্মচারীদের কপালেও জুটল সেই প্রিজন ভ্যানই !
কলকাতা : ষষ্ঠ বেতন কমিশন ( 6th pay Commission )অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে, ৩৫ শতাংশ কম ডিএ ( DA ) পান রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বকেয়া মেটানোর দাবিতে, সরকারি কর্মীদের আন্দোলন ঘিরে, বুধবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ। বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে।
চাকরি চাইতে গিয়ে, বারবার আন্দোলনকারীদের ঠিকানা হয়েছে প্রিজন ভ্যানে ( Prison Van ) । এবার ডিএ চাইতে গিয়েও আন্দোলনরত সরকারী কর্মচারীদের কপালেও জুটল সেই প্রিজন ভ্যানই! বছরের পর বছর, এই সরকারি কর্মীরা বকেয়া ডিএ’র দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন :
জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর
একটা রান্নার গ্যাস হাজার ছাড়িয়েছে! পেট্রোল-ডিজেল অগ্নিমূল্য! নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নেমেছে! এই পরিস্থিতিতে সংসার চালাতে, সরকারি চাকরি থেকে অবসর নেওয়া এই প্রবীণদের ভরসা পেনশনটুকু। কিন্তু, DA বকেয়া থাকায়, এখন হাতে পাচ্ছেন অনেক কম টাকা।
তাই বকেয়া ডিএ’র দাবিতে, সরকারি কর্মীদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন অবসরপ্রাপ্তরাও! কিন্তু, পুলিশের টানা হ্যাঁচড়া, ধাক্কাধাক্কি থেকে রেহাই পেলেন না তাঁরাও। ' ধাক্কা মেরেছে পুলিশ। পুলিশ ধাক্কা মেরেছে। প্রচণ্ড লেগেছে, মাথার পিছনে।
, এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে ' , আন্দোলনকারী সরকারি কর্মচারী ও আন্দোলনকারী পেনশনভোগীরা কার্যত কোঁকিয়ে উঠলেন।
বকেয়া DA’র দাবিতে পথে নামা, যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের, বুধবার পুলিশ টেনে হিঁচড়ে সরিয়ে দিয়েছে, তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন পুলিশকর্মী মিহিরকুমার দাসও। বাগুইআটির বাসিন্দা মিহিরকুমার দাস মাত্র ২ বছর আগে অবসর নিয়েছেন। তাঁর দাবি, DA বকেয়া থাকায় মাসে ৯ হাজার টাকা করে কম পাচ্ছেন। ফলে সংসার চালাতে গিয়ে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
View this post on Instagram