Dankuni News: বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ডানকুনির অমর্ত্য খান, স্বস্তিতে পরিবার
Medical student Returned From Bangladesh: ডানকুনির অরবিন্দ পল্লীর বাসিন্দা অমর্ত্য খাঁন ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে। সোমবার সেখান থেকে বাড়ি ফিরেছেন তিনি।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: অশান্ত বাংলাদেশ (Bangladesh) থেকে অবশেষে বাড়ি ফিরলেন হুগলি জেলার ডানকুনির (Dankuni) বাসিন্দা অর্মত্য খাঁন। ছেলে নিরাপদে বাড়ি ফেরায় স্বস্তিতে তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তির কারণে বন্ধ বর্তমানে বন্ধ বাংলাদেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে দেশে ফিরে আসছেন ভারতীয় পড়ুয়ারা। সোমবার ঘরে ফিরলেন বাংলাদেশে ডাক্তারি পড়তে যাওয়া ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা অমর্ত্য খাঁন। বাড়ি ফেরার জন্য দু-দেশের সীমান্তে থাকা সেনা জওয়ানরা সবরকম সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
এপ্রসঙ্গে অমর্ত্য খাঁন বলেন, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় ও ভারতীয় দূতাবাস কলেজ ছেড়ে ভারতে ফেরার নির্দেশ দেয়। তারপরই বাংলাদেশ ছেড়ে ভারতে ফেরেন তিনি।
বাংলাদেশ থেকে দেশে ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক ও কাশ্মীরের ডাক্তারি ছাত্ররা। প্রথমে বাসে করে বাংলাদেশ থেকে মালদা সীমান্ত তারপর প্রাইভেট গাড়ি করে বাড়ি ফেরেন তিনি।
অমর্ত্য আরও জানান, বাংলাদেশে তাঁদের কোনও সমস্যা না হলেও আতঙ্কে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে কোথায় কী ঘটেছে কিছুই জানতে পারেননি।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে দেশের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনার কারণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি মোকাবিলায় সেনা নামানো থেকে শুরু করে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করেছে শেখ হাসিনার সরকার। অন্যদিকে ঢাকা হাইকোর্টের রায় বাতিল করে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সাত শতাংশ সংরক্ষণ রাখার নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। তারপরও শান্ত হয়নি পরিস্থিতি। আগামী ২ দিনের মধ্যে কার্ফু তুলে দিয়ে দেশের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।