Darjeeling Municipal Election : পাহাড়ও এবার সবুজ হোক, দার্জিলিং-এ আর্জি গৌতম দেবের
TMC Leader Goutam Dev Reaches Darjeeling : দার্জিলিং-এর ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর্জি জানালেন, যেন ঘাসফুলেই ভরসা রাখেন তাঁরা।
মোহন প্রসাদ, দার্জিলিং: শিলিগুড়িতে উড়েছে সবুজ নিশান। হেরে গিয়েছেন বাম- বিজেপির হেভিওয়েট নেতারা। বিধানসভা ভোটে হেরেও পুরভোটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন গৌতম দেব (TMC leader Gautam Dev) । বিপুল ভোটে জিতে তিনিই এবার মেয়র হতে চলেছেন শিলিগুড়ি পুরসভার। ২৭ তারিখ দার্জিলিং-এ ( Darjeeling Municipality election ) ভোট। তার আগে, দার্জিলিং-এর ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর্জি জানালেন, যেন ঘাসফুলেই ভরসা রাখেন তাঁরা।
দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা, না কি পরে প্রার্থী ঘোষণা হবে? স্পষ্ট করেনি শাসক দল। তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এখনই কিছু বলব না । সূত্রের খবর, রবিবার পাহাড়ের মোর্চা নেতাদের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন তৃণমূল নেতারা।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, দার্জিলিঙের ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে বিমল গুরুঙ্গ ইতিমধ্যেই জানিয়েছেন, 'জোট নিয়ে কথা হতে পারে। জোট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে কী হবে পরে জানাব।' অন্যদিকে, দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে অনীত থাপার দল ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা। ২০১৭-র পুরভোটে দার্জিলিং পুরসভায় ৩১টি ওয়ার্ডে মোর্চা, এবং ১টি ওয়ার্ড জিতেছিল তৃণমূল।
আরও পড়ুন :
মিষ্টি-ফুল নিয়ে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে পরাজিত বিজেপি প্রার্থী
অন্যদিকে, ১২ ফেব্রুয়ারির ভোটে, পুরসভার ভোটে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই ধাক্কা খায় বিজেপি। গতবার বামেদের হাতে যাওয়া শিলিগুড়ি পুরসভা, এবার ছিনিয়ে নেয় তৃণমূল। হারেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হারলেও, পুরভোটে জেতেন গৌতম দেব। মাত্র ৯ মাস আগে বিধানসভা ভোটের ফল অনুযায়ী শিলিগুড়িতে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। এবার তারা এক লাফে পায় ৩৭টি ওয়ার্ড।