Siliguri News: বাড়ির শৌচাগারে মহিলার রক্তাক্ত মৃতদেহ, রেললাইনে প্রতিবেশীর দেহ, জোড়ামৃত্যু ঘিরে রহস্য
Siliguri Twin Death News: খুন এক মহিলা। উদ্ধার এক পুরুষের দেহ। জটিল রহস্য। অবশেষে সামনে এল বিবাহ বর্হিভূত সম্পর্কের তত্ত্ব।
সনৎ ঝা, শিলিগুড়ি: প্রথমে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার (Body Recover)। পরে তাঁরই প্রতিবেশী এক যুবকের মৃতদেহ মিলল রেললাইনে (Rail Way Track)। শিলিগুড়িতে (Siliguri) জোড়ামৃত্যু ঘিরে রহস্য। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মহিলাকে খুন। মৃত্যুর আগে আপলোড করা ভিডিওয় এমনই দাবি করেছেন নিহত যুবক।
জোড়ামৃত্যু ঘিরে চাঞ্চল্য়: খুন এক মহিলা। উদ্ধার এক পুরুষের দেহ। জটিল রহস্য। অবশেষে সামনে এল বিবাহ বর্হিভূত সম্পর্কের তত্ত্ব। ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। কিন্তু, শৌচাগারের দরজা খুলতেই গলা কাটা অবস্থায় উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। মঙ্গলবার ভোরের এ ছবিই হইচই ফেলে দেয় নিউ জলপাইগুড়ি থানার (New Jalpaiguri Police Station) চতুরাগছ খাটাল এলাকায়। মৃত বছর তিরিশের রিয়া বিশ্বাস, স্বামী ও ৫ বছরের ছেলেকে নিয়ে থাকতেন। আদতে নদিয়ার বাসিন্দা রিয়া। যদিও গত ২ বছর ধরে এখানেই থাকছিলেন তাঁরা। সূত্রের খবর, মৃতার স্বামী সোমবার রাতে বাড়িতে ছিলেন না। ছেলেকে নিয়ে বাড়িতে একাই ছিলেন রিয়া।
তদন্ত শুরু পুলিশের: কিন্তু কে খুন করল গৃহবধূকে? কীসের জন্যই বা এই খুন? এই সব প্রশ্নকে সামনে রেখেই তদন্ত শুরু করে পুলিশ। আর তখনই চাঞ্চল্যকর মোড় নেয় গোটা ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশনের (New Jalpaiguri Railway Station)কাছে, রেললাইন থেকে উদ্ধার হয় মৃত তরুণীর প্রতিবেশী এক যুবকের দেহ। মৃতের নাম কিরণ দেবনাথ। কিন্তু রিয়ার খুনের সঙ্গে, প্রতিবেশী যুবকের দেহ উদ্ধারের ঘটনার সম্পর্ক কী? এই প্রেক্ষাপটেই সামনে আসে এই চাঞ্চল্যকর এক ভিডিও।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মহিলাকে খুন? সোমবার গভীর রাতে ওই ভিডিওটি নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেন কিরণ। তার কয়েক ঘণ্টার মধ্যেই রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, এই ভিডিও আপলোড করার পরই আত্মঘাতী হন কিরণ। স্থানীয় সূত্রে খবর, নিহত মহিলা ও মৃত যুবকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। লক্ষ্মীপুজোর সময় দু’জনে পালিয়েও গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।সেই ঘটনায় কয়েকদিন জেলও খাটেন এই যুবক। দু’টি প্রাণ শেষ, দু’টি পরিবারে শোকের ছায়া।তদন্তে নেমে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: East Midanapore News: পাঁশকুড়ায় দশাং সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের