Darjeeling Snowfall : সকাল সকাল তুষারপাত ! সাদা চাদরে মুড়ি দিল বাতাসিয়া থেকে টাইগার হিল !
Thick snow blankets Darjeeling : ঠিক যেন মেঘ না চাইতেই জস। সক্কাল সক্কাল তুষার চাদরে গা ঢাকা দিল পাহাড়ের কিয়দাংশ। সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা।
![Darjeeling Snowfall : সকাল সকাল তুষারপাত ! সাদা চাদরে মুড়ি দিল বাতাসিয়া থেকে টাইগার হিল ! Darjeeling Snowfall Thick snow blankets Darjeeling and Sikkim; set to spark tourism rush Darjeeling Snowfall : সকাল সকাল তুষারপাত ! সাদা চাদরে মুড়ি দিল বাতাসিয়া থেকে টাইগার হিল !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/a6f88ea9b57a7d8e2010a9dceecd706a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহন প্রসাদ, দার্জিলিং: কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকা। সিকিমের লাচুঙেও প্রবল তুষারপাত। একদিকে যখন কলকাতায় শীতের লেশমাত্রও অনুভূত হচ্ছে না, তখন উত্তরবঙ্গে তুষারপাত। মেঘলা আকাশ হলেও সাতসকালে পর্যটকদের দিল-খুশ তুষারপাতে।
কয়েকদিন মেঘলা আকাশের পূর্বাভাস ছিলই। ছিল বৃষ্টির সম্ভাবনাও। তাই মন খারাপ ছিল পর্যটকদের। কিন্তু এভাবে যে তুষারপাতের সাক্ষী হওয়া যাবে, এমন আশা করেননি কেউই। কিন্তু ঠিক যেন মেঘ না চাইতেই জস। সক্কাল সক্কাল তুষার চাদরে গা ঢাকা দিল পাহাড়ের কিয়দাংশ। সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা।
পাশ্ববর্তী সিকিমের পাহাড় বরফে ঢাকা। জুবুথুবু শৈলশহর। দার্জিলিঙের ঘুম ভাঙল মেঘে মুখ ঢেকে। সারাদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্রপাতও ঘটতে পারে।
Darjeeling জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা যাক।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন থাকবে আকাশ |
---|---|---|---|
২৯-Dec | ৫.0 | ৯.0 | মেঘলা , সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি |
৩০-Dec | ৬.0 | ৮.0 | মেঘলা , সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি |
৩১-Dec | ৬.0 | ১২.0 | মেঘলা আকাশ , হালকা বৃষ্টি |
0১-Jan | ৫.0 | ১৩.0 | আংশিক মেঘলা আকাশ |
0২-Jan | ৫.0 | ১৩.0 | আংশিক মেঘলা আকাশ |
0৩-Jan | ৫.0 | ১৪.0 | পরিষ্কার আকাশ |
শনিবার বড়দিনে মরসুমের প্রথম বরফের স্পর্শ পায় সান্দাকফু। সাদা পরফিসা চাদরে ঢাকে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। অন্যদিকে, মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পেল পায় দার্জিলংও। তুষারপাত হয় টাইগার হিলেও। সান্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)