Darjeeling Weather : শৈলশহরে বসন্ত, দু পশলা বৃষ্টি, পরিষ্কার রাত পাহাড়ে
Darjeeling Weather Report : আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ।
দার্জিলিং : শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, আজ-কালও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। এরই মধ্যে পাহাড়ের গায়ে ফুটেছে বসন্তের ফুল। কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। দার্জিলিং ম্যালে দেখা যাচ্ছে চেনা ভিড়। দার্জিলিং জেলার পার্বত্য ট্যুরিজমও এই বসন্তে তরতাজা। যদিও, মাঝে মাঝেই মেঘ-বৃষ্টির খেলা আছে। তবে রোদও উঠছে। দেখা দিচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া |
---|---|---|---|
27 Feb |
6.0 |
14.0 | মেঘলা আকাশ, বৃষ্টি |
পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।
- দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।
- দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।
- দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।