Darjeeling Weather : জমে উঠছে পর্যটনের মরশুম, দার্জিলিংয়ে চলছে অঝোর বর্ষণ
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। তবে পর্যটনে ব্যাঘাত ঘটবে না বলেই আশা করা যায়।
![Darjeeling Weather : জমে উঠছে পর্যটনের মরশুম, দার্জিলিংয়ে চলছে অঝোর বর্ষণ Darjeeling Weather Report Get to know about weather forecast of Darjeeling district today from West Bengal 5 October Darjeeling Weather : জমে উঠছে পর্যটনের মরশুম, দার্জিলিংয়ে চলছে অঝোর বর্ষণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/c40b2cc0ddd0088ea56ab64cc60acd65166507110743953_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দার্জিলিং : পুজো থেকেই দার্জিলিং-এ বাড়ছে পর্যটকের ভিড়। এরপরই নভেম্বর-ডিসেম্বর। জমজমাট হবে বেড়ানোর মরশুম। এরই মধ্যে চলছে প্রবল বর্ষণ। সারাদিন রেনকোট গায়ে চড়িয়েই করতে হবে ভ্রমণ। তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আজ দার্জিলিং-এ
আর্দ্রতা: 88%
বাতাস: 5 কিমি/ঘন্টা
আজ শৈলশহরের আবহাওয়া কেমন
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
03 October | 14.0 | 17.0 | মেঘলা আকাশ, হালকা থেকে ভারী বৃষ্টি দিনভর |
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।
দার্জিলিং-এ বর্ষা: দার্জিলিংয়ে বর্ষা মে-র শেষ থেকেশুরু হয়। এই সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হলেও শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক । আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান।
![Darjeeling Weather : জমে উঠছে পর্যটনের মরশুম, দার্জিলিংয়ে চলছে অঝোর বর্ষণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/5d6fbf4d87a7447c9ca4d05ac6e510a1_original.jpg)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)