Kaliaganj Update: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে
মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের।
![Kaliaganj Update: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে Death of girl Kaliaganj due to poisoning, mentioned in autopsy report Kaliaganj Update: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/d032507b9e83363e0f6eb0ed6ee081b4168242048384651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে (Kaliaganj Update) নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু, তা জানতে নমুনা পাঠানো হচ্ছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের।
ময়নাতদন্ত রিপোর্ট: পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার। কী ধরনের বিষক্রিয়া হয়েছে, তা জানার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি ডিভিশনে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নাবালিকার শরীরে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের ভিডিওগ্রাফির মাইক্রোচিপ, মৃতার পোশাক, রক্তের নমুনা সংরক্ষিত করা হয়েছে। যৌন সংক্রমণ বা কোনও ফরেন বডির সংস্পর্শে এসেছে কিনা তাও দেখা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্যও পাঠানো হবে।
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ৪দিন পর, মঙ্গলবার সকালে প্রথমে রায়গঞ্জ পুলিশ জেলার এসপি অফিস ঘেরাও অভিযানে নামে বিজেপি। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দুপুরে নতুন করে অশান্তি তৈরি হয়, রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা, পাথর ছোড়ে পুলিশও।
মুহূর্মুহু কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। এরপরও, বিক্ষোভকারীরা এগিয়ে গেলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। চতুর্দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। অলি-গলিতে ঢুকে পুলিশকে টার্গেট করে বিক্ষোভকারীরা। আহত হন একাধিক পুলিশ কর্মী। এরপর, কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নেয় বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হল আগুন! আগুনে পুড়ল থানার আসবাব থেকে বাজেয়াপ্ত করা গাড়ি....সমস্তকিছু। জলকামান, রবার বুলে ছুড়েও বাগে আনা গেল না পরিস্থিতি। কিন্তু, প্রশ্ন হল কেন এই পরিস্থিতির সৃষ্টি হল? গত বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে। আগুনে ঘৃতাহূতি দেয়, পুলিশের অমানবিক আচরণের এক ছবি। এরপর, ২জনকে গ্রেফতার করলেও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়ে দেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার। মৃতার পরিবার জানায় ধর্ষণ করে খুন করা হয়েছে, পুলিশের উপর আস্থা নেই। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)