
Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা, পুলিশ কমিশনারের হয়ে আবেদন রাজ্যের
Tweet by BJP Leader : গত ১৭ এপ্রিল একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী

কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা । নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা (Defamation Case) দাখিল হল। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) বিনীত গোয়েলের (Vineet Goyal) হয়ে আবেদন করল রাজ্য।
আরও পড়ুন ; 'সরকারি কর্মীদের ব্যবহার করছে পিসি' ট্যুইটে ফের মমতাকে নিশানা শুভেন্দুর
গত ১৭ এপ্রিল একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। একটি বাসের ছবি দিয়ে ট্যুইটে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।
'@CPKolkata Vineet Goyal would you care to explain why @KolkataPolice personnel were escorting a Bus (Registration No. MH47 BL0342; Eicher Pro Model) to & from Patuapara; Kalighat, last evening?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 17, 2023
Heaps of cash, SSC & Coal Scam evidence may have been shifted from someone's Office. pic.twitter.com/8SGRgGFQgi
এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে আবেদনে জানানো হয় যে, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে পুলিশ জানায়, পুলিশ এবং পুলিশ কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। ১৬ এপ্রিল রাজনৈতিক প্রচারের জন্য নিয়ে আসা হয়েছিল ওই বাসটি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এমন একজনের জন্য আনা হয়েছিল বাসটি। ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পুলিশ মোতায়েন ছিল।
I'd request @dir_ed
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 17, 2023
& CBI to immediately seize the CCTV footage of the Patuapara Area for tracking the Vehicle & probe the role of @KolkataPolice who cordoned off the area between 11.50 pm to 12.40 am.
Evidence may have been shifted from the Kingpin's Office & destroyed later. pic.twitter.com/thnwsZ2mlg
পুলিশের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে আদালতে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। কোনও দলই কাউকে এক চুল জমি ছাড়ছে না। এক দলের নেতা আক্রমণ শানাচ্ছে অপর দলের নেতাকে। বিশেষ করে তৃণমূল-বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বৈরথ সমানে চলছে।
আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
