Jahangirpuri Clash: জাহাঙ্গিরপুরী হিংসায় বঙ্গযোগ! তমলুক থেকে গ্রেফতার ১
Jahangirpuri Communal Clash: তমলুকের (Tamluk News) ধলহারা থেকে গ্রেফতার করা হয় ধৃতকে।
আবির দত্ত, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় (Delhi Jahangirpuri Clash) মহম্মদ আনসার-সহ কয়েকজনের গ্রেফতার হওয়ার পরই সামনে এসেছিল পরই সামনে এসেছিল বাংলা-যোগ। ধৃতদের সম্পর্কে খোঁজখবর নিতে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur News) থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ঢুঁ মেরেছেন দিল্লি পুলিশের অফিসাররা। এবার বাংলা থেকেই এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।
দিল্লির জাহাঙ্গিরপুর সাম্প্রদায়িক হিংসায় তমলুক থেকে গ্রেফতার এক
ধৃতের নাম ফরিদ ওরফে লিটু। বৃহস্পতিবার তমলুকের (Tamluk News) ধলহারা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ১৬ এপ্রিল, হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে সাম্প্রদায়িক সংঘর্ষ বাধে। সেই ঘটনাতেই গ্রেফতার করা হল ফরিদকে।
আরও পড়ুন: Mahua Moitra: ''প্রতারিত হলে আমার অফিসে লিখিত অভিযোগ করুন'', আবেদন মহুয়ার।Bangla News
পুলিশ সূত্রে খবর, ৩৪ বছর আগে মহিষাদল থেকে দিল্লিতে চলে যায় ফরিদের পরিবার। জাহাঙ্গিরপুরীতে মাংসের দোকান রয়েছে তার। সূত্রের দাবি, দিল্লি হিংসার ৪ দিনের মাথায় ২২ এপ্রিল তমলুকে পালিয়ে চলে আসে ফরিদ। এখানে আত্মীয়ের বাড়িতে ছিল সে। হিংসায় উস্কানি ও অন্যকে সামিল করার অভিযোগ রয়েছে ফরিদের বিরুদ্ধে। যদিও ফরিদের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ তার বোন শামিনা বিবির। তিনি বলেন, "ও না কি পাথর ছুড়েছে! ও তো ছিলই না! সবাইকে ছাড়াতে গিয়েছিল।"
গ্রেফতারির পরই ধৃতকে দিল্লি নিয়ে যাওয়া হয়
তমলুক থানার আইসি অরূপ সরকার বলেন, "দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আমাদের থানায় আসে। ওরা জানায় দিল্লির জাহাঙ্গিরপুরীর কেস রয়েছে, আমরা সহযোগিতা করি।" বৃহস্পতিবারই ধৃতকে দিল্লি নিয়ে গিয়েছে পুলিশ।
হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে গত ১৪ এপ্রিল সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গিরপুরী। তাতে আহত হন আট জন পুলিশকর্মীও। পরস্পরকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি এমনকি অগ্নিসংযোগের অভিযোগও ওঠে। তার পর সম্প্রতি ওই এলাকায় বেআইনি নির্মাণ উচ্ছেদে নামে স্থানীয় পুরসভা। যদিও কেন্দ্রীর অধীনে থাকা পুরসভা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই উচ্ছেদ অভিযান চালায় বলে অভিযোগ।