West Midnapore Dengue: বাড়ছে ডেঙ্গির প্রকোপ, খড়গপুর পুরসভায় ডেপুটেশন সিপিএমের
Kharagpur Dengue Situation: খড়গপুরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। অভিযোগ আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়লেও উদাসীন পুরসভা।
বিশ্বজিৎ দাস, মেদিনীপুর: বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। আসছে মৃত্যুর খবরও। ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ প্রশাসন। এই অভিযোগে খড়গপুর পুরসভায় ডেপুটেশন দিল CPM।
ডেঙ্গি মোকাবিলায় ডেপুটেশন: খড়গপুরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। অভিযোগ আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়লেও উদাসীন পুরসভা। এই পরিস্থিতিতে খড়গপুর পুরসভায় সিপিএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। দলের পক্ষ থেকে দাবি করা হয়, ডেঙ্গি প্রতিরোধে এলাকায় পুর প্রতিনিধিদের অবিলম্বে জমা জল পরিষ্কার করতে উদ্যোগ নিতে হবে। ডেঙ্গি প্রতিরোধ অবিলম্বে এলাকায় জঞ্জাল সাফাই করতে হবে সহ ১১ দফা দাবি নিয়ে আজ এই ডেপুটেশন দেওয়া হয়।
চলতি সপ্তাহেই ডেঙ্গি (Dengue) সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নবান্নের (Nabanna)। গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্য সচিব। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকালের বৈঠকে বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে।
দিনকয়েক আগে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত্য়ু হয় ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর। খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খরিদার বাঙালি পাড়ার বাসিন্দা রুনিতা মল্লিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, গত সপ্তাহের সোমবার থেকে জ্বরে ভুগছিলেন রুনিতা। রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ আসে ওই গৃহবধূর। অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার তাঁকে খড়গপুরের মালঞ্চতে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালে (Medinipur Medical College Hospital) স্থানান্তরিত করা হয়। গভীর রাতে মৃত্য়ু হয় তাঁর। ডেঙ্গি শক সিনড্রমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্য়ু হয়েছে বলে দাবি করে মৃতার পরিবার।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'নিজেদের অধিকার কেড়ে নিতে আমরা বদ্ধপরিকর' সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের