Abhishek Banerjee: 'নিজেদের অধিকার কেড়ে নিতে আমরা বদ্ধপরিকর' সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের
TMC: একইভাবে এদিন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ের উল্লেখ করা হয়েছে।
কলকাতা: 'কেন্দ্রের অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে পশ্চিমবঙ্গ। নিজেদের অধিকার কেড়ে নিতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রে সাধারণ মানুষই সবথেকে বেশি ক্ষমতাশালী।' ১০০ দিনের বকেয়া নিয়ে দিল্লি অভিযানের আগে এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
West Bengal stands united against central govt's injustice, determined to claim what's rightfully ours. People's power reigns supreme in democracy. #Justice https://t.co/o6um5L8Enk
— Abhishek Banerjee (@abhishekaitc) September 26, 2023
একইভাবে এদিন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ের উল্লেখ করা হয়েছে। দলের তরফে পোস্ট করা হয়েছে, 'বাংলার মানুষ অবিচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার নির্মমভাবে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। রাজ্য সরকারের প্রাপ্য ১৫,০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরাই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। নিজেদের প্রাপ্য চেয়ে চিঠি লিখেছেন বঞ্চিত মানুষরা।'
People of Bengal are raising their voice against injustice! @BJP4India has ruthlessly withheld ₹15,000 crore due to Bengal under the MGNREGA and Awas Yojana.
— All India Trinamool Congress (@AITCofficial) September 26, 2023
Those adversely impacted have written letters to the PM @narendramodi seeking their rightful dues.
BENGAL WILL… pic.twitter.com/qyXnD46wNE
১০০ দিনের টাকা থেকে আবাস এবং সড়ক যোজনা, একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে তৃণমূল। বকেয়া আদায়ে দিল্লি অভিযানের ডাকও দেওয়া হয়েছে। আগামী ২ অক্টোবর রয়েছে সেই কর্মসূচি। বকেয়া নিয়ে দিল্লি অভিযানের আগে চিঠি সংগ্রহে নামল তৃণমূল (TMC)। কাজ করা সত্ত্বেও যাঁরা টাকা পাননি, তাঁদের লেখা চিঠি জড়ো করছে শাসকদল।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা ছিল তৃণমূলের। তার জন্য দফায় দফায় চিঠি লিখে দিল্লি পুরিশের কাছে অনুমোদন চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। তাতেই তৃণমূলের তরফে বিকল্প কর্মসূচির ঘোষণা করা হয়। গাঁধী জয়ন্তীতে মহাত্মা গাঁধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রথমে প্রার্থনা তার পর ধর্না কর্মসূচি করতে চলেছে তৃণমূল।
আরও পড়ুন: Migrant Worker Death: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু