Dengue Scare : ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ-উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন
Nabanna : পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও এদিন প্রকাশ করেছে নবান্নও। এদিন বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, পুর এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষনজরদারি চালাতে হবে।
সন্দীপ সরকার, সুমন ঘরাই, কলকাতা : ডেঙ্গি দমনে (Dengue Scare) কড়া বার্তা দিল নবান্ন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন (Nabanna)।
এই মুহূর্তে সংখ্য়াটা ৩৮ হাজার ১৮১। চলতি বছরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। রাজ্যজুড়ে ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, মশা-বাহিত এই রোগ। দীর্ঘ হচ্ছে মত্য়ু মিছিল। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পর এবার ডেঙ্গি দমনে কড়া বার্তা দিল নবান্ন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।
এদিনের বৈঠকে বলা হয়েছে, ডেঙ্গির হটস্পট বাড়ছে। চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার (West Bengal Government)।পুর এলাকার পর এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থাতে ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে (Leave Cancellation)। কিন্তু, এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এত পরে তৎপরতা কেন ?
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য সোমবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকরা। এছাড়া ভার্চুয়ালি ছিলেন অন্যান্য জেলার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকরাও। নবান্ন সূত্রে খবর, বৈঠকের শুরুতেই মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের প্রশ্ন করেন, কেন এত মৃত্যু হচ্ছে ? মৃত্যু ঠেকানো যাচ্ছে না কেন সেই প্রশ্ন তুলে তা নিয়ে পদক্ষেপ নিতে বলেন।
পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও এদিন প্রকাশ করেছে নবান্নও। এদিন বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, পুর এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষনজরদারি চালাতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত পুর এলাকায় সংক্রমণ বাড়ছে, সংশ্লিষ্ট জেলাশাসকদের সেই সব কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে হবে। ডেঙ্গি মোকাবিলায় পুলিশ-প্রশাসনকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পঞ্চায়েতগুলি গ্রামাঞ্চলে মাইক্রো প্ল্যান তৈরি করবে। পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত রোগীকে কীভাবে চিকিৎসা দেওয়া হবে, তার জন্য SOP তৈরি করা হচ্ছে, দ্রুত তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে।
আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ, ডেঙ্গি মোকাবিলায় পাঁচ দফা নির্দেশ নবান্নের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন