RG Kar Protest Derby Cancelled: ডার্বি বাতিলেও রণক্ষেত্র বাইপাস, পুলিশ-ময়দানের দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষ, তুমুল অশান্তি
Derby Cancelled RG Kar Issue: লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়।
কলকাতা: রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়।
সমর্থকদের তরফে বলা হয়, মহিলা সমর্থকদের উপরও লাঠিচার্জ করা হয়। পুলিশের তরফে বলা হয়, সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, সেই কারণেই তাঁদের থামানোর চেষ্টা করা হয়।
কাদাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। সমর্থকদের তরফে যদিও বলা হয়েছে, ডার্বি বাতিল হলেও তাঁরা আরজি করে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে আজ মাঠ দখলের জন্য নামেন। সেই মতোই 'ইলিশ-চিংড়ি' এক হয়ে আজ স্লোগানও দেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়েই 'উই ওয়ান্ট জাস্টিস'-এর জন্য লড়াই করতে এদিন ৫টার সময় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে তাঁরা।
আরও পড়ুন, মেয়ের খুনে জড়িত 'চেস্ট ডিপার্টমেন্ট'! আরজি করের বিরুদ্ধে এবার বড় অভিযোগ নির্যাতিতার বাবার
এদিন যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। যদিও এদিন স্লোগান উঠতেই পুলিশের ধরপাকড়ে অনেক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হলে সেই প্রিজন ভ্যান ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর প্রিজন ভ্যান থেকে তাঁদের ছেড়েও দেওয়া হয়। তাঁদের বক্তব্য, 'লাঠিচার্জ করে কণ্ঠরোধ করা যাবে না। ডার্বির ম্যাচেও এত পুলিশ থাকে না? আজ তাহলে এত পুলিশ কেন? আমাদের প্রতিবাদকে বন্ধ করার জন্য?' তবে এখনও পর্যন্ত আটক সমর্থকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি হয়ে যায়। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানান হয়েছিল পুলিশের তরফে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে