National Medical Commission: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয় ধন্বন্তরির ছবি! সরব চিকিৎসকমহলের একাংশ
ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ পাঠ করানোর ঘটনা নিয়ে তোলপাড়ের পর ফের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।
ঝিলম করঞ্জাই, কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) লোগোয় ধন্বন্তরির ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হিন্দু দেবতার ছবি কেন ব্যবহার করা হয়েছে চিকিৎসা নিয়ামক সংস্থার লোগোতে? গৈরিকীকরণের অভিযোগ তুলে লোগো বদলের দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। যদিও, চিকিৎসকদের আরেক পক্ষের মত, লোগো নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।
একাধিক বিতর্ক: ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ পাঠ করানোর ঘটনা নিয়ে তোলপাড়ের পর ফের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। যা ঘিরে ফের একবার সরব হল রাজ্যের চিকিৎসক মহলের একাংশ। অ্যালোপাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ-সহ দেশের সব ধরনের চিকিৎসাক্ষেত্রের সম্মিলিত নিয়ামক সংস্থা, ন্যাশনাল মেডিক্যাল কমিশন।
সংস্থা-র লোগোতে ধন্বন্তরির ছবি: এবার সেই জাতীয় চিকিৎসা নিয়ামক সংস্থা-র লোগোতেই জুড়ে দেওয়া হল ধন্বন্তরির ছবি, যাকে আয়ুর্বেদ স্বাস্থ্যের জনক বলা হয়। এখানেই চিকিৎসক মহলের একাংশ অভিযোগ তুলছে, এভাবেই আসলে ধীরে ধীরে গোটা দেশের চিকিৎসা ব্যবস্থার গৈরিকীকরণের চেষ্টা করছে মোদি সরকার।
মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক ও রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলছেন, ধর্ম যাঁর যাঁর নিজের। চিকিৎসা নিয়ামক সংস্থার লোগোতে কেন এভাবে হিন্দু দেবতার ছবি ব্যবহার করা হচ্ছে?
এর আগে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে MBBS-এর প্রথম বর্ষের প্রথম ক্লাসে, পড়ুয়াদের চরক শপথ ঘিরে বিতর্কের ঝড় ওঠে। পরবর্তী সময়ে একাধিকবার চিকিৎসকদের একাংশকে অভিযোগ করতে শোনা যায়, আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আসলে সুকৌশলে গৈরিকীকরণের চেষ্টা করছে। এবার ন্যাশনাল মেডিক্য়াল কমিশনের লোগোয় ধন্বন্তরি ছবি ব্যবহারের ঘটনা ঘিরে চরমে উঠল সেই বিতর্ক।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা এ প্রসঙ্গে বলেছেন, ন্যাশনাল মেডিক্যাল কমিশন গৈরিকিকরণের সুনির্দিষ্ট পথে এগোচ্ছে। দেশের চিকিৎসা ক্ষেত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার লোগোতে হিনদু দেবী, দেশের নামের পরিবর্তন, পূর্ণ গৈরিকিকরণের প্রচেষ্টা এবং বিজ্ঞান ও মানবতার চূড়ান্ত পরিপন্থী। আমরা আবারও এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করছি। এই লোগো অবিলম্বে পরিবর্তনের দাবি জানাচ্ছি
যদিও, চিকিৎসকদের আরেক পক্ষের মত, লোগো নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্থার নিয়ামক সংস্থার লোগো ঘিরে বিতর্কের জল কতদূর গড়ায়, সেদিকেই সবার নজর।
আরও পড়ুন: Alipurduar News: জনসংযোগের নয়া উদ্যোগ, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে উদ্যোগী পুলিশ সুপার