Jalpaiguri News: বিধায়কের আশ্বাসে স্থগিত অনশন, ধূপগুড়িতে দ্রুত মহকুমার নোটিফিকেশন জারি না হলে ফের 'আন্দোলন'
Sub Division : সময়সীমা পেরলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দেওয়া প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়নি।
রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি : ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের (Dhupguri MLA Nirmal Chandra Roy) আশ্বাসে অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। আজ শনিবার সকালে অনশন মঞ্চে এসে মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। মহকুমার নোটিফিকেশনের ক্ষেত্রে কোন জায়গায় বিষয়টি আটকে রয়েছে সেকথা জানান মঞ্চের সদস্যদের। এরপর অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান বিধায়ক। তাঁর অনুরোধে অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মঞ্চের সদস্যরা। বিধায়ক শরবত খাইয়ে দেন অনশনকারীদের।
মঞ্চের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল রাতে অনশনে বসার বিষয়টি জানতে পারি। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাঁদের বিষয়ে খোঁজখবর নিতে বলেছিলাম। এখন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বললাম। জাস্টিস বিশ্বজিৎ বসুর কন্সেন্ট পেলেই মহকুমার নোটিফিকেশন জারি হয়ে যাবে। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথাও হয়েছে। সেই বিষয়টি আমি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের জানিয়েছি। এরপর তাঁরা আপাতত অনশন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, প্রচণ্ড শীতের মধ্যে অনশন চলছিল। বিধায়ক এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর আবেদনের সাড়া দিয়ে আমরা অনশন প্রক্রিয়া স্থগিত রাখছি। তবে দ্রুত মহকুমা নোটিফিকেশন জারি না হলে ফের আমরা অনশনে বসব।
সময়সীমা পেরলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেওয়া প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়নি। জারি হয়নি বিজ্ঞপ্তি। প্রতিবাদে শুক্রবার থেকে ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ।
বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া সময়সীমা পেরিয়েছে। এমনকী বছর ঘুরলেও এখনও ধূপগুড়ি মহকুমা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়নি। ধূপগুড়িকে মহকুমা গঠনের প্রস্তাব পাস হয়েছে রাজ্য় মন্ত্রিসভায়। কিন্তু, তারপরেও আটকে মহকুমা গঠনের প্রক্রিয়া। আইনি জটিলতায় ধূপগুড়ি মহকুমা গঠন আটকে রয়েছে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। আইনি জটিলতা মিটলে মহকুমা গঠন করা হবে বলে জানানো হয়েছে রাজ্য় সরকারের তরফে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে অনশন শুরু করে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসেন মঞ্চের সদস্য়রা।