Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র, কীভাবে থাকবেন সতর্ক? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
Kolkata News: দিল্লি থেকে গ্রেফতার করা হল চক্রের অন্যতম পাণ্ডা পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগেশ দুয়াকে।

কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতরণা চক্র চালানোর অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার অন্যতম পাণ্ডা। ধৃত যোগেশ দুয়া দিল্লির বিবেক বিহারের বাসিন্দা। দিল্লিতে অভিযান চালিয়ে যোগেশকে পাকড়াও করে কলকাতা পুলিশ। ধৃত যোগেশ দুয়ার ১১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের।
ডিজিটাল অ্যারেস্টের নামে দেশজুড়ে প্রতারণার জাল। দিল্লি থেকে গ্রেফতার করা হল চক্রের অন্যতম পাণ্ডা পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগেশ দুয়াকে। কখনও CBI আধিকারিক, কখনও আয়কর বিভাগের কর্তা, কখনও টেলিকম অথরিটির নামে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের মাধ্য়মে প্রতারণার অভিযোগে যোগেশকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তিনি দিল্লির বাসিন্দা। গত বছরের জুনে গলফ গ্রিনের এক মহিলার ৪৭ লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ ওঠে। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় চিরাগ কুমার নামে এক অভিযুক্তকে তদন্ত চলাকালীন যোগেশ ও আদিত্য দুয়া নামে দুই ভাইয়ের খোঁজ পায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, দুবাই থেকে প্রতারণার গ্যাং অপারেট করছিলেন অদিত্য দুয়া। এখনও তিনি দুবাইতেই লুকিয়ে আছে বলে সন্দেহ পুলিশের। দিল্লিতে অভিযান চালিয়ে যোগেশকে পাকড়াও করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা, টাকা গোনার যন্ত্র, বিদেশি মুদ্রা, ৮টি ATM কার্ড, ৮টি চেক বুক বাজেয়াপ্ত হয়েছে।
যুবক থেকে বয়স্ক, অনেকেই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সকলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র বলছেন, "ডিজিট্যাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেউ হোয়াটস অ্যাপ করে পুলিশ বললে , আপনার জানার অধিকার আছে, আপনার বিরুদ্ধে কি অভিযোগ, সঠিক তথ্য না পেলে হোয়াটসঅ্যাপ কল ধরবেন না। প্রতারকদের এড়াতে সোশাল মিডিয়ায় নিজের সম্পর্কে তথ্য বুঝেশুনে শেয়ার করুন। সোশাল মিডিয়ায় আপনার তথ্য দেখেই টার্গেট বাছে প্রতারকরা। বয়স্কদের বেশি টার্গেট করা হয়। মাদক মামলা সহ একাধিক মামলার ভয় দেখানে হয়।''
দিনকয়েক আগে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি অভিযোগ করেন, ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি তিনি। শুধু তাই-ই নয়, ৫২ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন দমদমের এই বাসিন্দা। অভিযোগ, আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে। বলা হয়, মামলার তদন্ত করছে CBI। ২৪ ঘণ্টা মোবাইল ফোনে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা।
আরও পড়ুন: Jadavpur University Chaos: ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন, ৫ বছর আগে কী ঘটেছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে?






















