Dilip Ghosh: নিশীথের গাড়িতে হামলার পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, হুঙ্কার দিলীপের
Dilip on Nishith Ghosh Attack: বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি।
কলকাতা: নিশীথ-সুকান্তদের ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এদিকে এই ঘটনার পর বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব', বাধ্য করলে মন্ত্রীদের গাছে বেঁধে রাখব, হুঙ্কার দিলীপ ঘোষের।
এর আগে বিএসএফের প্রেম কুমারের বর্মনের মৃত্যুর প্রতিবাদে অভিষেকের ডাকে, গত ১৯ তারিখ দিনহাটার ভেটাগুড়িতে নিশীথের বাড়ি সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই মঞ্চ থেকে উদয়ন ঘোষণা করেন, নিশীথ দিনহাটার যেখানেই যাবেন, সেখানেই তাঁকে কালো পতাকা দেখাবে তৃণমূল। আজকে দিনহাটা-র বুড়িরহাটে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল। প্রায় ৩৫-৪০টি গাড়ি ছিল নিশীথের কনভয়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়িও ছিল। দুপুর ২টো নিশীথের কনভয় পৌঁছয় বুড়িরহাটে। ওই অঞ্চলে আগে থেকেই কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল।
প্রথমে পুলিশ মিছিল আটকে দেয়। সেই সময় নিশীথ বিজেপি কর্মীর বাড়িতে দেখা করেন। ফেরার সময় দিনহাটার দিকে এগোচ্ছিলেন নিশীথ। বাসন্তীরহাট পেরনোর পরই, ফের বুড়িরহাটের দিকে ফিরে আসেন নিশীথ। তখনই নিশীথের গাড়ি মিছিলের কাছে চলে আসে। পুলিশ মাঝে ছিল। দুদিকে ছিল বিজেপি ও তৃণমূল কর্মীরা। প্রায় প্রত্যেকের হাতে ছিল ঝাণ্ডা আর ডান্ডা। পুলিশ থামানোর চেষ্টা করলেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। দু-পক্ষেই পরস্পরের দিকে ইট ছুড়তে শুরু করে। বোমাবাজি হয়। গুলি চালানোর অভিযোগ ওঠে! পুলিশও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ফাটায়। ঢিলের আঘাতে নিশীথের গাড়ির কাচ ভাঙে। নিশীথের দাবি, গুলি চালানো হয়।
আরও পড়ুন, মার্চে ৬ রাশির জীবনে শনির বড় প্রভাবের সম্ভাবনা! কী কী হতে পারে এর ফলে?
সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু-পক্ষকে এলাকা ছাড়া করে দেয়। নিশীথ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর বুড়িরহাটে পৌঁছে যান উদয়ন গুহ। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। কোচবিহারের পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন।
এ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, 'নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।'