Dilip Ghosh: শোভনদেবের 'জন বিস্ফোরণ'-র পাল্টা জবাব, দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী
Dilip Attacks Sovandeb Mamata: মমতাকে একাধিক ইস্যুতে তোপ, কী বললেন দিলীপ ঘোষ ?
কলকাতা: 'ইডি গেলেই জন বিস্ফোরণ হবে', কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়ের। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলাজুড়ে হবে, হুঁশিয়ারি পরিষদীয় মন্ত্রীর। ওদের ইডি, সিবিআই থাকলে, তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন, বোঝালেন শোভনদেব। ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, মন্তব্য শোভনদেবের। সন্দেশখালি ও বনগাঁয় ইডি-র ওপর হামলার ঘটনার রেশ কাটার আগেই বিতর্ক উসকে দিলেন শোভনদেব। আর এদিন একাধিক ইস্যুতে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, 'তৃণমূল কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেল? এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত।'
তবে এদিন আরও একাধিক ইস্যুতে শাসকদলকে নিশানা করেন তিনি। প্রসঙ্গত, ধনধান্য প্রেক্ষাগৃহে গতকালই যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। জয়েন্ট, নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী। যোগ্যশ্রী প্রকল্পের সূচনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের স্পষ্ট প্রশ্ন, জানি না এর কী মানে আছে ? পুরস্কার দিতে হয় দিন। আপত্তি নেই তাতে। এনকারেজমেন্ট হয়। কিন্তু কাকে দেবেন পুরস্কার নিয়ে এত হেলাফেলা করছেন কেন ? যোগ্য লোকের অভাব নেই রাজ্যে। কিন্তু তাবেদারদের পুরস্কার দিলে হতাশ হন সকলে! কাজেই পুরস্কার নয়, সুবিধা দিন যাতে ভালো পড়াশোনা করতে পারে পরিবেশ দিন যাতে সরকারি কর্মচারীরা কাজ করতে পারে, ডিএ দিন।'
যাদবপুরে বুদ্ধদেব সাউকে ভিসির কোনও দায়িত্ব নয়। ফের নির্দেশ রাজ্যপালের। অনড় রাজ্যও। এই ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে রাজ্য ও রাজ্যপালের ঝগড়া নতুন নয়, অপ্রয়োজনীয়। যে শিক্ষা নিয়ে আমরা গর্ব করতাম যাদবপুর নিয়ে গর্ব করতাম শান্তিনিকেতন নিয়ে গর্ব করতাম সেই সব জায়গায় অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। জানিনা কার স্বার্থে! আগামী প্রজন্মকে আমরা কি দিতে চাই? শিক্ষার জায়গায় কি মারপিট হবে? এগুলো কিছু মানুষের আখড়া হয়ে গেছে।'
আরও পড়ুন, 'ব্রিগেড লালে লাল', ফের সোশ্যাল পোস্টে দলের অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা!
এদিন জয়নগরে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন, মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? ২০১২-তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, ২০০ কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন। চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, সিপিএমের কেউ গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে । তৃণমূল নেতানেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে', জয়নগরের প্রশাসনিক সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।