Dilip Ghosh : 'মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো' দুর্গাপুজোর আগাম উদ্বোধন নিয়ে আবার চাঁচাছোলা দিলীপ
Dilip Ghosh Comments : মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে - আবার চাঁচাছোলা দিলীপ

সত্যজিত বৈদ্য, কলকাতা : বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের দিনে, তার কৃতিত্ব নিয়ে বাঁধল চাপানউতোরের অন্ত নেই। UNESCO-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। তারর থেকেই কার কৃতিত্বে এল এই সম্মান, তাই নিয়ে চলেছে দড়ি টানাটানি।
কলকাতায় এখন উৎসবের আবহ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা এসে গিয়েছে। উদ্বোধনও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় আবার ফিরে এল উনেসকো স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোন সরকারের ভূমিকা বেশি সেই প্রসঙ্গ।
দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টো থেকে ভারতীয় জাদুঘরে অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হবে প্রতিমা ও মণ্ডপশিল্পী, অলঙ্কারশিল্পী, ঢাকি, পুরোহিত, বাউল শিল্পী, বিভিন্ন রাজবাড়ি, পুজো কমিটির প্রতিনিধি-সহ ৩০ জনকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর নাচ ছাড়াও অনুষ্ঠানে আগমনী গান গাইবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বললেন, ' এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই। ' বৃহস্পতিবার উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং এবং সল্টলেকে FD ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। 'আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।






















