Dilip Ghosh : 'কে কার কাছ থেকে টাকা নিয়েছে আমি জানি' কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের পর দিলীপের পাল্টা
'দিলীপ ঘোষ মুর্দাবাদ' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ। ছিঁড়ে ফেলা হয় বাংলোর সামনে থাকা ব্যানার।

বিশ্বজিৎ দাস, সুমন ঘড়াই, বিজেন্দ্র সিংহ, কলকাতা : খড়গপুর ( Kharagpur ) টাউনে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) বাংলোয় চড়াও হয়ে তুমুল বিক্ষোভ কুড়মি ( Kurmi ) সম্প্রদায়ের। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। কুড়মিদের নিয়ে করা মন্তব্যের জন্য দিলীপ ঘোষের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি বিক্ষোভকারীদের।
জঙ্গলমহলে দিলীপ ঘোষকে নিষিদ্ধ ঘোষণা করার পর, এবার তাঁর বাংলোয় চড়াও হলেন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। খড়গপুর টাউনে থাকাকালীন দিলীপ ঘোষ রেলের যে বাংলোয় থাকেন, তাতে ঢুকে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা। বাংলোর গেট ভেঙে হুড়মুড়িয়ে তিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে তারা। এরপর, সেখানেই বসে পড়ে চলে বিক্ষোভ। 'দিলীপ ঘোষ মুর্দাবাদ' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ। ছিঁড়ে ফেলা হয় বাংলোর সামনে থাকা ব্যানার।
আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো বলেন, 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে। ক্ষমা না চাইলে জঙ্গলমহলের প্রতিটা থানায় মানহানির অভিযোগ করব। দেখব কোথায় যায়।'
আরও পড়ুন :
হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !
আপাতত দিল্লিতে থাকলেও, সেখান থেকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষও। BJP র সর্বভারতীয় সহ সভাপতি, মন্তব্য করেন, ' আমার লোকজনও আছে। আমরা চাইলে প্রতিরোধ করতে পারতাম। আমরা তো ঝগড়া করতে যাইনি। ... আগে ও ক্ষমা চাক। '
রবিবার, ঝাড়গ্রামের লালগড়ে যাওয়ার পথে বামাল গ্রামে দিলীপ ঘোষকে ঘেরাও করেন কুড়মিরা। দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেয় কুড়মি সমাজ। এনিয়ে, আবার বেনজির ভাষায় কুড়মিদের আক্রমণ করে বসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে লাগতে এস না... হিম্মত থাকলে মাহাতো এমপিদের রিজাইন করাক। আমার এলাকায় যারা বসেছিলেন আমি তাদের সাহায্য করেছি...'
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিলীপ ঘোষ দিল্লিতে থাকলেও,তাঁর খড়গপুরের বাংলোয় এদিন চড়াও হন বিক্ষোভকারীরা। এদিনের পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ' ওর নেতাগিরি আমি ঘুচিয়ে দেব। ওর মতন এই যে চোর দালাল যতগুলো নেতা না, সব কটার মুখোশ খুলে দেব। কে কার কাছ থেকে টাকা নিয়েছে আমি জানি। আমি বলিনি এখনও। কারণ ওদের মধ্যেই ঝগড়া বেঁধে যাবে। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে মানেনা। কুড়মিদের মত সহজ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে'
বুধবার, বাঁকুড়ার সিমলাপালের হরিণপুরে শুভেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তাঁদের অভাব অভিযোগ জানান কুড়মি সম্প্রদায়ের মানুষজন। অন্যদিকে, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় কুড়মি সমাজের প্রতিনিধিদের। কুড়মিদের তফশিলি জাতিভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।






















