Dilip Ghosh On Sovon: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত, পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই', শোভনের ভাইফোঁটা নিয়ে মন্তব্য দিলীপের
Bhaifonta At CMs Place: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই', শোভন চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কাছে ফোঁটা নিতে আসা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।
কলকাতা: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের (west bengal) কী হবে, চিন্তা নেই। এই মেঘ জমছে কেন, এই মেঘ কাটছে কেন সেটাও আমরা বুঝতে পারি না', শোভন চট্টোপাধ্যায়ের (sovon chatterjee) মুখ্যমন্ত্রীর (CM) কাছে ফোঁটা (bhaifonta)নিতে আসা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। সঙ্গে সংযোজন, 'যাঁরা নিজের শর্তে রাজনীতি করেন, তাঁরা মাঝেমধ্যে অদলবদল করেন। কে থাকল আর না থাকল তাতে বাংলার কী পরিবর্তন হল?'
মমতার বাড়িতে কানন...
ভাইফোঁটা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। নিয়েছেন ভাইফোঁটাও। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখীও। দুপুর আড়াইটে নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। সেখান থেকে বেরোনোর পথে বৈশাখী বলেন, '‘অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত।’ সঙ্গে আরও বলেন, 'শোভন মমতাদির খুব আদরের।' বিষয়টি নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, 'পুরনো যা কিছু ছিল সেটাই আবার ফিরে আসছে।'
প্রেক্ষাপট...
কবে তৃণমূলে ফিরছেন শোভন? এই নিয়ে জল্পনা অনেকদিন ধরেই তুঙ্গে। একদম গোড়া থেকে তৃণমূলের কর্মী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আদরের 'কানন' রাজনীতির ময়দান থেকে কাউন্সিলর, তারপরে মেয়র-মন্ত্রী। তৃণমূল ক্ষমতায় আসার পর একসঙ্গে মেয়র ও মন্ত্রী ছিলেন শোভন। তার সঙ্গে দলের সংগঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরে বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে। একে একের মেয়র-মন্ত্রিত্ব সব ছেড়ে দেন শোভন। রাজনীতি থেকে কার্যত বাইরেই চলে গিয়েছিলেন। তারপরে গত বিধানসভা ভোটের আগে শোভন যোগ দেন পদ্মশিবিরে। বেশ কিছু কর্মসূচিতে দেখা গেলেও তাঁকে পদ্মশিবিরের হয়ে তেমন একটা সক্রিয় হতে প্রায় দেখাই যায়নি। তারপর বিজেপি থেকে দূরত্ব বাড়ে শোভন-বৈশাখীর। তারপরে গত জুনে নবান্নে সাক্ষাৎ। সেখান থেকেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে পরে সেদিনই বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল শোভনের ঘর, বিজেপিতে যোগ দেওয়া ভুল। তবে বিজেপি কর্মীদের কাছে তাঁদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, এমনটাও বলেন বৈশাখী। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিনও কার্যত এক সুর শোনা গেল বৈশাখীর গলায়। বললেন, 'মমতাদির আশীর্বাদ পাওয়াটা বড় ব্যাপার।' তবে কি দেওয়াল লিখল একেবারে স্পষ্ট? ভাইফোঁটা উপলক্ষ্যে ফের শিরোনামে এই প্রসঙ্গ।
আরও পড়ুন:প্রতিপক্ষ নেদারল্যান্ডস, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন, কীভাবে দেখবেন?