IND vs NED: প্রতিপক্ষ নেদারল্যান্ডস, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন, কীভাবে দেখবেন?
T20 World Cup: জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারতীয় দল। অপরদিকে, লড়াকু মানসিকতার ডাচরা টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে বদ্ধপরিকর।
সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুর করেছে ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি রোহিত শর্মারা (Ind vs Ned)। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল ভারতীয় দল। মোটের ওপর দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। অপরদিকে, নেদারল্যান্ডস গোটা বিশ্বকাপ জুড়েই নিজেদের লড়াকু মানসিকতায় নজর কেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ১২-র প্রথম রাউন্ডে নয় রানের হারের মধ্যেও সেই লড়াই চোখে পড়ে। ভারতের বিপক্ষে ফের একবার কঠিন লড়াই ডাচদের। লড়াকু মানসিকতাই কিন্তু এই ম্যাচে তাঁদের সম্বল।
টি-টােয়েন্টি বিশ্বকাপ ভারত বনাম নেদারল্য়ান্ডস ম্যাচ কবে?
আজ, ২৭ অক্টোবর, বৃহস্পতিবার ভারত বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
সিডনির বিখ্যাত মাঠ এসসিজিতে হবে খেলা।
কখন শুরু বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২.৩০ থেকে শুরু ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ বেলা ১২টায়।
কোথায় দেখা যাবে ভারত বনাম নেদারল্যান্ডস এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম নেদারল্যান্ডস এই ম্য়াচটি দেখতে পারবেন।
বিশেষজ্ঞরা নেদারল্যান্ডসকে ভারতের বিরুদ্ধে দুর্বল প্রতিপক্ষ বলেই মনে করছেন। তবে ডাচদের বিপক্ষে সেরা একাদশকেই মাঠে নামাতে চায় টিম ইন্ডিয়া। কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিত শর্মারা। সাফ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পারস মামব্রে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পারসকে প্রশ্ন করা হয়ে, ডাচদের বিরুদ্ধে কি হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হবে?
জবাবে তিনি বলেন, 'হার্দিক সব ম্যাচে খেলতে চায়। সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা কাকে বিশ্রাম দেব সেসব নিয়ে ভাবছি না। কোনও ক্রিকেটারকে নিয়েই এরকম কোনও ভাবনা নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলে দারুণ ভারসাম্য যোগ করে ও। বল ও ব্যাট, দুটোই করছে। তাছাড়া মাঠে ওর মনোভাবও দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। হ্যাঁ এটা ঠিকই যে বিরাট ম্যাচটা শেষ করেছিল। তবে এটা অনস্বীকার্য যে, ম্যাচটাকে যত টেনে নেওয়া যাবে প্রতিপক্ষ চাপে থাকবে। আর তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। তাই বিরাটের সাফল্যের নেপথ্যে হার্দিকেরও কৃতিত্ব প্রাপ্য়। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্রাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস, টি-২০-তে ব্যাটারদের তালিকায় প্রথম দশে ফিরলেন কোহলি