Dilip Ghosh: আব্দুল মান্নানের শেওড়াফুলির বাড়িতে গেলেন গেলেন দিলীপ ঘোষ
West Bengal News: শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের শীতলতার জল্পনার মধ্য়েই হঠাৎই বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের শেওড়াফুলির বাড়িতে গেলেন দিলীপ ঘোষ।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কংগ্রেস (Congress) নেতা আব্দুল মান্নানের (Abdul Mannan) শেওড়াফুলির বাড়িতে গেলেন গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মিনিট পয়তাল্লিশ সেখানে ছিলেন তিনি। দু-জনই একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন।
আব্দুল মান্নানের বাড়িতে দিলীপ ঘোষ: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের শীতলতার জল্পনার মধ্য়েই হঠাৎই বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের শেওড়াফুলির বাড়িতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার, হুগলির ব্যান্ডেলে বিজেপির প্রদেশ পদাধীকারী বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকে ফেরার পথেই কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে যান দিলীপ।
২০১৬ থেকে '২১ পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন চাঁপদানির প্রাক্তন বিধায়ক আব্দুল মান্নান। আর, ২০১৬ থেকে '১৯ পর্যন্ত বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। এরপর, ২০১৯ সালে বিধায়ক পদ ছেড়ে সাংসদ হন তিনি। এই প্রেক্ষাপটে, এদিনের সাক্ষাৎকে সৌজন্য বলেই দাবি করেছেন দু-জন। দিলীপ ঘোষ বলেন,দুজন রাজনৈতিক নেতা দেখা করলে চর্চা হতে পারে।তবে মান্নান দা কংগ্রেস ছাড়বেন না আমিও বিজেপি ছাড়ব না। মিনিট পয়তাল্লিশ আব্দুল মান্নানের বাড়িতে ছিলেন দিলীপ ঘোষ।
এদিকে সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। তার আগে রাজ্যে সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে পৌঁছন অমিত শাহ। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক অমিত শাহের। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ। হঠাৎ কেন মুরলীধর সেন লেনে আসছেন অমিত শাহ, শুরু হয়েছে জল্পনা। অমিত শাহ আসার আগেই এদিন নিশ্চিদ্র নিরাপত্তা বিমানবন্দর চত্বরে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিজেপির রাজ্য অফিসও। বিমানবন্দর থেকে সরাসরি যান বিজেপি রাজ্য দফতরে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই বৈঠকে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ ১৪ জন বিজেপি নেতা। এরপর বাইপাসের ধারে একটি হোটেলেও নিরাপত্তার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। অমিত শাহকে স্বাগত জানাতে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। সন্ধে নামতে রাজ্য দফতের আসতে শুরু করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতেৃ পৌঁছন বিজেপির কর্মী সমর্থকরাও।
আরও পড়ুন: Dilip Ghosh: 'শাহি' বৈঠক শেষ, কী বললেন দিলীপ ঘোষ ?