North Dinajpur News: প্রেমিকার আপত্তিকর ছবি নিয়ে বিবাদ! সপ্তম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন, গ্রেফতার বন্ধু
চাকুলিয়ায় খুন হল স্কুল পড়ুয়া। সপ্তম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন, গ্রেফতার বন্ধু। ‘প্রেমিকার আপত্তিকর ছবি ব্ল্যাকমেল করা নিয়ে বিবাদের জেরে খুন’ এমনটাই জানিয়েছেন ইসলামপুর (Islampur) পুলিশ জেলার সুপার।
উত্তর দিনাজপুর: চাকুলিয়ায় (Chakuliya) খুন হল স্কুল পড়ুয়া। সপ্তম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন, গ্রেফতার বন্ধু। ‘প্রেমিকার আপত্তিকর ছবি ব্ল্যাকমেল করা নিয়ে বিবাদের জেরে খুন’ এমনটাই জানিয়েছেন ইসলামপুর (Islampur) পুলিশ জেলার সুপার।
উল্লেখ্য, এদিনই ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলাকে ঘরে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা গুরুতর চোট নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapur Medical College and hospital) ভর্তি। মেদিনীপুর ব্লকের সাতগেড়িয়া গ্রামে আতঙ্কে সিঁটিয়ে মহিলার পরিবার। পুলিশ সূত্রে খবর, মারধরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে টহল দিতে বেরিয়ে অন ডিউটি পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যু! আলিপুরদুয়ারের ঘটনায় খুনের অভিযোগে সরব হয়েছে মৃত ASI-এর পরিবার। এমনকি পুলিশ বিভাগের দিকেও আঙুল তুলেছেন তাঁরা। মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের বক্তব্য, তদন্তে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এদিনই সল্টলেকের (Saltlake) CK ব্লকে একটি বাড়িতে নাবালিকা পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, তিনতলা বাড়ির নীচতলার ঘর থেকে উদ্ধার হয়েছে পরিচারিকার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে দাবি, ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে।
ময়না তদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhanngar Mahakuma Hospital) পাঠানো হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। গত অগাস্টে সল্টলেকের বাড়িতে পরিচারিকার কাজে যোগ দেয় ওই নাবালিকা। ১৫ নভেম্বর ছুটি নিয়ে একবার বাড়িও যায় সে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুমান, প্রণয় ঘটিত সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী হয়ে থাকতে পারে নাবালিকা।
রয়েছে আরও একটি খবর, সল্টলেকে একাকী মহিলার বাড়িতে তালা ভেঙে দুষ্কৃতী হামলার অভিযোগ। ঘরে তাণ্ডব চালানোর পাশাপাশি মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে। বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের। অন্যদিকে, সল্টলেকেই একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক নাবালিকা পরিচারিকার মৃতদেহ।
আরও পড়ুন: Birbhum News: পণের দাবিতে অত্যাচার,শেষপর্যন্ত গৃহবধূকে খুনের অভিযোগ, ফেরার শ্বশুরবাড়ির লোকজন
আরও পড়ুন: Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরে ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ