এক্সপ্লোর
Advertisement
North Bengal Weather:আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
North Bengal Weather Update:
কলকাতা: দিনপাঁচেক আগেও বরফে সাদা হয়েছিল সান্দাকফু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মানলে, আরও কিছু দিন এমনই শীতের দাপট দেখতে চলেছে উত্তরবঙ্গ। এমনিতে উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি। তবে এবার শীত শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিয়েছে দক্ষিণ। তবে আগামীকালের মধ্যে দার্জিলিং-এর উঁচু এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছ, দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায়। আগামীকাল উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গ? একঝলকে দেখে নেওয়া যাক....
জেলা | আবহাওয়ার হাইলাইট (সম্ভাব্য) |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৬৩% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৮ মি/সে |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫২% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৭ মি/সে |
কালিম্পং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৬৬%(সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৮মি/সে |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৪৯% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৬মি/সে |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫২% (সর্বোচ্চ) বাতাসের গতিবেগ: ৭মি/সে |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫৬% বাতাসের গতিবেগ: ৭মি/সে |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৫৭% বাতাসের গতিবেগ: ৯মি/সে |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: ৪৭% বাতাসের গতিবেগ: ৯মি/সে |
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
দক্ষিণের আবহাওয়া:
মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথায় নেমেছিল পারদ? একনজরে তারই পরিসংখ্যান।
- বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
- বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
- মেদিনীপুরে আজকের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
- দিঘার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি।
- শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি।
- বোলপুরে ১১.৬ ডিগ্রি।
- আসানসোলে ১২.৭ ডিগ্রি।
- হাওড়ায় ১৩ ডিগ্রি।
- কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement