Doctor Protest: থানার সামনে বিক্ষোভ, 'আটক' চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ
Kolkata News: তপোব্রত রায়কে ছেড়ে দেওয়ার দাবিতে ময়দান থানায় আছড়ে পড়ে বিক্ষোভ। আন্দোলনের চাপে অবশেষে তপোব্রত রায়কে ছাড়ল পুলিশ।
![Doctor Protest: থানার সামনে বিক্ষোভ, 'আটক' চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ Doctor Protest Demonstration Maidan police station police were forced to release the 'arrested' doctor Doctor Protest: থানার সামনে বিক্ষোভ, 'আটক' চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/715e7f47d4455d6d5b64ff8173e18105172900209406751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রতীকী অনশনকারী ব্যাজ পরে পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটি। 'আটক' কলকাতা পুরসভার চিকিৎসককে ছাড়তে বাধ্য হল পুলিশ। তপোব্রত রায়কে ছেড়ে দেওয়ার দাবিতে ময়দান থানায় আছড়ে পড়ে বিক্ষোভ। আন্দোলনের চাপে অবশেষে তপোব্রত রায়কে ছাড়ল পুলিশ।
মঙ্গলের সন্ধেয় একদিকে যখন রেড রোডে ধুমধাম করে রাজ্য সরকারের পুজো কার্নিভাল চলছে, আরেকদিকে রানি রাসমনি রোডে চিকিৎসকদের ডাকে দ্রোহের কার্নিভালে প্রতিবাদের গর্জন। আর এর মধ্যেই প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় রেড রোডের কার্নিভাল থেকে এক কর্তব্যরত সরকারি চিকিৎসককে আটক করার অভিযোগ উঠল। প্রায় চার ঘণ্টা পর সন্ধেয় চিকিৎসক তপোব্রত রায়কে ছাড়ে ময়দান থানা। এদিন থানা থেকে বেরিয়ে চিকিৎসক তপোব্রত রায় জানান, "রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে মেডিক্যাল অফিসার হিসেবে ডিউটি ছিল। আমি KMC-র ১২৩ নম্বর ওয়ার্ডের মেডিক্যাল অফিসার। দুপুর ২টো নাগাদ ডিউটিতে যোগ দিই। একইসঙ্গে IMA-র ডাকা অনশনে অনশনকারী হিসেবে চিহ্নিত করেছিলাম। প্রতিবাদ স্বরূপ যে ব্যাজ, আমি সেটা পরে আছি। অন ডিউটি অবস্থায় এভাবে অনেকেই হাসপাতালে রয়েছেন। আমি নিজে বিগত কয়েকদিন ধরে এই ব্যাজ পরে ডিউটিও করেছি। ডিউটি চলাকালীন কলকাতা পুলিশের এক আধিকারিক ভাই এসো বলে নিয়ে যান। দর্শকাসনের পিছনে বসিয়ে রাখা হয়। ওখানে বেশ কিছু ছবি তোলা হয়। আমি রেড রোডে কার্নিভালে কেন আছি তা জানতে চাওয়া হয়। কাগজপত্র দেখতে চাওয়ায় আইডি কার্ড এবং পাস দেখাই। অফিসিয়াল ডিউটির কাগজ দেখতে চায়। জানাই তাঁদের আমার চেয়ারের পাশে আছে। গাড়িতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট জায়গায় গিয়েও আমাকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। আমার সহকর্মীরা ওখান থেকে ব্যাগ দেয়। আমাকে কিছু জানাননি। শুধু বলে থানায় যেতে হবে। কোন থানায় যেতে হবে তা বলেননি কেউ। ফোন রেখে দিতে বলা হয়। থানায় ঢোকার পর ফোন দিতে বলা হয়। কোনও সিজ় লেটার ছাড়াই সাড়ে ৩ ঘণ্টা রেখে দেয়।''
চিকিৎসককে আটক করার কড়া ভাষায় নিন্দা করে বিবৃতি দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। বিবৃতিতে লেখা হয়, IMA-র ডাকে প্রতীকী অনশন সমর্থন করলেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কলকাতা পুলিশের এই আচরণের চরম নিন্দা জানাই। শেষ অবধি ৪ ঘণ্টা পর চিকিৎসককে ছাড়ে পুলিশ। কিন্তু গোটা ঘটনায় পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Human Chain Chaos: ধর্মতলায় মানব বন্ধনে ধুন্ধুমার, পুলিশকে 'গো ব্যাক' স্লোগান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)