Howrah News:গভীর রাতে জগৎবল্লভপুরের দু-দুটি মন্দিরে চুরি, 'গায়েব' লক্ষাধিক টাকার গয়না
Theft In Temples:গভীর রাতে দু-দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।
সুনীত হালদার, হাওড়া: গভীর রাতে দু-দুটি মন্দিরে (Howrah Temple Theft) চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ।
মন্দিরে চুরি...
সাতসকালে জগৎবল্লভপুরের পাইকপাড়া এলাকায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল রাতে কে বা কারা পাইকপাড়া এলাকার একটি সুপ্রাচীন কালী মন্দিরের তালা ভেঙে বিগ্রহের সোনার গহনা চুরি করে পালায় বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জানান, প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করা হয়েছে। পাশাপাশি, প্রায় একই প্রায় সঙ্গে ২০০ মিটার দূরে অন্য একটি নারায়ণ মন্দিরেও চুরি হয়। সেখান থেকে চোরেরা রুপোর গয়না এবং পিতলের বাসনপত্র নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। পর পর দুটি মন্দিরে চুরি হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত অগাস্টে, বীরভূমের সাঁইথিয়া থানার বাহিরা গ্রামের বিখ্যাত রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছিল। সে বার চুরির ছবি সিসিটিভিতে ধরা পড়ে।
নতুন নয়...
সাঁইথিয়া থানার বাহিরা গ্রামের বিখ্যাত রাধাগোবিন্দ মন্দিরে ঘটনার দিন, গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চুরি করা হয়েছিল বলে অভিযোগ। মন্দিরের প্রণামী বাক্সে থাকা ২ লক্ষ টাকারও বেশি চুরি হয়ে যায় বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পর দিন ভোরে চুরির বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধের উদ্যোগ নিলে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত করে দোষীদের ধরার আশ্বাস দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে নারায়ণচন্দ্র দাস বৈরাগ্য জানান, সেখানে একাধিক সিসিটিভি রয়েছে। কিন্তু কিছু জায়গায় সিসিটিভি কাজ করে না। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সেই এলাকা দিয়েই ঢুকেছিল চোর। তার পর মন্দিরের তালা ভেঙে চুরি করে। কিন্তু অন্য সিসিটিভিতে সেই চুরির ছবি ধরা পড়ে। এর আগে, গত মে মাসে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। মন্দির থেকে প্রায় ৩ লক্ষ টাকার গয়না চুরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। শ্যামসুন্দরজিউ ও রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সব গয়না লুঠ করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, চোরেরা কাজ শেষ করে পালানোর সময় ঘুম থেকে উঠে পড়েন বেশ কয়েকজন। বুঝতে পেরে দ্রুত চম্পট দেয় চোর। মন্দিরের রাধাকৃষ্ণের গলার হার, গয়না চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ ছিল স্থানীয়দের। অন্যদিকে, লক্ষ্মী নারায়ণ অধিকারীর বাড়ির শ্যামসুন্দরের মন্দিরের রুপোর গয়না, পদক, সহ অন্যান্য গয়নাও চুরি হয়েছিল সেদিনই।
আরও পড়ুন:লড়াই শেষ, মারা গেলেন ডেঙ্গি আক্রান্ত এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া