Drug Recover: পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচারকারী, উদ্ধার কোটি টাকার মাদক
Drug Recover from Durgapur: দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার এক মাদক কারবারি। পুলিশ সূত্রে খবর, ধৃত মনিরুল শেখ নদিয়ার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ৫০০ গ্রাম হেরোইন।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পাচারের আগে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানার পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচারকারী (Drug Traffickers)। পুলিশ (Police) সূত্রে খবর, উদ্ধার প্রায় কোটি টাকার মাদক। চক্রের মূল পাণ্ডার সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস। উদ্ধার হল প্রায় কোটি টাকার মাদক (Drug)। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার এক মাদক কারবারি। পুলিশ সূত্রে খবর, ধৃত মনিরুল শেখ (Manirul Seikh) নদিয়ার (Nadia) বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ৫০০ গ্রাম হেরোইন (Heroin) যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে দাবি।
গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে তারা ধরে ফেলে মনিরুল শেখকে। পুলিশের দাবি, হাত বদলের উদ্দেশ্যে এই শিমুল তলা বস্তিতে গোপন ডেরা করেছিল। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল বলে পুলিশের দাবি। পাচারের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে মাদক এনেছিল সে। চক্রের মূল পাণ্ডার খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
২১ অক্টোবর বিকেলে শিলিগুড়ি থানার (Siliguri Police Station) পুলিশ ঝংকার মোড় থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) সহ সৌরভ রায়, রাজু মহম্মদ, কৌস্তভ তলাপাত্র ও আলি নামে চার জনকে গ্রেফতার করে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়। ধৃতদের মধ্যে কৌস্তভ তলাপাত্রকে যুব তৃণমূল নেতা (TMC) বলে দাবি করে বিজেপির (BJP)। জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংবাদিক বৈঠকে কয়েকটি ভাইরাল ছবি ও তৃণমূলের একটি অনুষ্ঠানের পাস দেখিয়ে, তারা দাবি করে, তৃণমূলের সঙ্গে ধৃতের সংযোগ রয়েছে।
জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের জেলার সাধারণ সম্পাদক কৌস্তভ তলাপাত্র যুব সভাপতির ঘনিষ্ঠ। শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট কৌস্তভ তলাপাত্রকে মাদককাণ্ডে গ্রেফতার করেছে।’’ যদিও এই দাবি খারিজ করে জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় শা জানান, “যার ছবি ভাইরাল হচ্ছে কৌস্তভ তলাপাত্র সাধারণ সম্পাদক ছিল না। চার বছর আগে নিষ্ক্রিয়তার জন্য দল থেকে বহিষ্কার। কোনও পদে নেই, কেউ টিএমসি করতেই পারে।’’
আরও পড়ুন: Hooghly News: ধনিয়াখালিতে রাস্তার ধারে কালভার্টের নিচে উদ্ধার টোটোচালকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়