Durga Puja 2022 : প্রকৃতির উপর মানুষের আগ্রাসন, সুবর্ণজয়ন্তী বর্ষে থিমে অভিনবত্ব বেহালার দেবদারু ফটকের পুজোয়
Behala Puja : কোথাও যেন অজান্তেই প্রকৃতির ওপর মানুষের 'কুঠারাঘাত' চলছে। প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই আগ্রাসন চলতেই থাকে
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বেহালা (Behala) দেবদারু ফটকের পুজো মণ্ডপে ধরা পড়বে প্রকৃতির (Nature) উপর মানুষের আগ্রাসনের ছবি। প্রকৃতিরূপে দুর্গা প্রতিমায় থাকছে অভিনবত্ব। এই পুজো এবার সুবর্ণজয়ন্তী বর্ষে।
ছিল একটা সবুজ জঙ্গল, তৈরি হয়ে গেল আস্ত একটা জনপদ। ছিল সুন্দর পাহাড়, সেখানে এমন কিছু নির্মাণ হল যা পাহাড়ের সৌন্দর্যকে নষ্ট করে দিল। আজকাল আমাদের চারপাশে এরকম উদাহরণ হামেশাই দেখতে পাই। কোথাও যেন অজান্তেই প্রকৃতির ওপর মানুষের 'কুঠারাঘাত' চলছে। প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই আগ্রাসন চলতেই থাকে। বেহালা দেবদারু ফটকের পুজোর থিমে সেই আগ্রাসনই তুলে ধরা হয়েছে।
কী বলছেন শিল্পী ?
শিল্পী পূর্ণেন্দু দে-র কথায়, "আগ্রাসনের মাধ্যমে একটা সবুজ খেত দেখাতে চেয়েছি। মাটি কাটার মেশিন (জেসিবি) সেটাকে গ্রাস করছে। দুটো পাশ। একটা দিকে সবুজ বনভূমি, সেখানে গাছপালা কাটা। আর একদিকে সেই গাছগুলোই মানুষের মতো হয়ে প্রকৃতির বিরুদ্ধে যে খেলাটা চলছে সেই খেলাটায় তারা যে হেরে যাচ্ছে সেরকম একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে। দুর্গা কিন্তু প্রকৃতিরূপী দুর্গা। তিনি চাইলে যে কোনও সময় মানুষের এই আশুরিক ক্রিয়াকলাপ স্তব্ধ করে দিতে পারে।"
থিমে এই অভিনবত্ব দর্শকদের মুগ্ধ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
অতিমারী-আতঙ্ক কাটিয়ে উৎসবমুখী বাঙালি : দীর্ঘ করোনা-আতঙ্ক। সেই আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন। গত দুই বছর নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। চারিদিকে কেনাকাটার ভিড়। নিজের নিজের পছন্দসই জামা-কাপড় কিনে নিচ্ছে উৎসবপ্রিয় বাঙালি।
আকাশে মেঘ-রোদ্দুরের ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। একে অপরকে টেক্কা দিতে সেজে উঠছে বিভিন্ন মণ্ডপ। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার বর্তমান সমাজে ঘটে চলা নানা বিষয় নিয়ে বার্তা দিতে চাইছেন। যাতে মানুষকে সাম্প্রতিক বিষয়ে সজাগ রাখা যায়। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে সেসব বিষয় ফুটিয়ে তুলছে সংশ্লিষ্ট কমিটি। শেষ মুহূর্তে তাই এখন সামগ্রিক বিষয় গুছিয়ে নেওয়ার তৎপরতা। দরজায় যে কড়া নাড়ছে উৎসবলগ্ন।
আরও পড়ুন ; গর্গের তুলির আঁচড় মণ্ডপজুড়ে, সনাতন দিন্দার ভাবনায় সেজে উঠছে বকুলবাগান