Durga Puja 2025: প্রয়াত বাবার স্বপ্নপূরণের দায়িত্ব এখন মেয়ের কাঁধে, আলোক সজ্জায় সেজে উঠল 'অপারেশন সিঁদুর', চন্দননগরের আলো পাড়ি দিল দিল্লিতে
Durga Puja 2025 Chandan Nagar : সুনিতা উইলিয়ামস থেকে অপারেশন সিঁন্দুর, কলকাতা সহ চন্দননগরের আলোর পাড়ি দিল্লিতে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : দুর্গাপুজো বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব, উৎসব মানেই আলোর রোশনাই, আলোয় জগৎবিখ্যাত চন্দননগর। সুনিতা উইলিয়ামস থেকে অপারেশন সিঁন্দুর, কলকাতা সহ চন্দননগরের আলোর পাড়ি দিল্লিতে।
প্রয়াত বাবার স্বপ্নপূরণের দায়িত্ব এখন মেয়ের কাঁধে
বাবার স্বপ্নপূরণ করার দায়িত্ব এখন মেয়ে কাঁধে। গত বছর আগস্ট মাসে প্রয়াত হয়েছেন আলোক শিল্পী বাবু পাল।বাবুর পরবর্তী প্রজন্ম তার মেয়ে, বাবার শিল্পকে বিশ্বের দরবারে বাঁচিয়ে রাখার কাজ করছে মেয়ে। বাবু পাল না থেকেও তার সৃষ্টি আলোর খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ তো বটেই বিদেশের মাটিতেও। বাবু পালের এখন আলো শিল্পের ব্যবসা সামলাচ্ছেন তার মেয়ে সুস্বেতা পাল। এবছর দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোয় একাধিক আলোর অর্ডার পেয়েছে সুস্বেতা।
রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে চন্দননগরের আলো
এবারের দুর্গাপুজোয় কলকাতা সহ দিল্লি পাড়ি দিচ্ছে তার আলো। পুজো উদ্যোক্তাদের কাছে সময়ে আলো পৌঁছে দিতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে আলোক শিল্পীরা। কলকাতার শ্রীভূমি, সিংহী পার্ক সহ আরো একটি পুজো কমিটিতে শিল্পী সুস্বেতার আলো যাচ্ছে।মেদিনীপুরে একটি দুর্গাপুজোয় দেখা যাবে চন্দননগরের আলো । রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে চন্দননগরের আলো। দিল্লির একটি নামকরা পুজো কমিটিতে জ্বলবে চন্দননগরের আলো। কলকাতায় দুর্গাপুজোয় ৫০ টা গেট রয়েছে যেখানে জ্বলবে আলো।
আলোক সজ্জায় সেজে উঠল 'অপারেশন সিঁদুর'
শিল্পী সুস্বেতা জানায়, এ বছর দুর্গাপুজোয় কলকাতার শ্রীভূমি মন্দিরের আদলে মন্ডপ নির্মাণ করেছে। যেখানে কেদারনাথ, দীঘার মন্দির, পুরীর মন্দির তৈরি করছে। এগুলোই আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। মহাকাশচারী সুনিতা উইলিয়াম কিভাবে পৃথিবীতে ফিরে এলেন সে দৃশ্যও আলোর মাধ্যমে দেখা যাবে। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে "অপারেশন সিঁদুর" পাকিস্তানের ছোড়া মিসাইল কীভাবে ধ্বংস করেছে ভারতীয় এস ৪০০ সেটাও আলোর মাধ্যমে দেখানো হয়েছে ।
ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সেটা আলোর মাধ্যমে দেখা যাবে
২০ থেকে ২২ ফুটের স্ট্রাকচার করে "অপারেশন সিন্ধুরে" নৌ, বায়ু ও ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সেটিও এলইডি, থ্রি সিক্সটি ল্যাম্প ও থ্রিডি আলোর মাধ্যমে দেখা যাবে। প্রত্যেকটা কাজেই আমার বাজেট ২৫ লাখ। এর পাশাপাশি দিল্লিতেও গেছে জগৎ বিখ্যাত চন্দননগরের আলো। সেখানেও বড় বড় গেট করা হয়েছে।






















