Weather Update: গভীর নিম্নচাপের আশঙ্কা ! চতুর্থীতে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, দুর্যোগের হলুদ সতর্কতা কোন কোন জেলায় ?
West Bengal Weather Update On Durga Puja 2025 : আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।

কলকাতা: বৃষ্টি থেকে রেহাই নেই পুজোর ! ফের দুর্যোগের ভ্রুকুটি। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা। আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।
আরও পড়ুন, দেড়দিন পরেও এখনও জমা জল! দুর্যোগের পরেও দুর্ভোগে নাকাল কলকাতা
IMD সূত্রে খবর, আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ফের দুর্যোগের হলুদ সতর্কতা। ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। তবে এই তালিকায় নাম নেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এক দুর্যোগ কাটতে না কাটতে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপের জেরে ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্টীতে দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।৩০ সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
আকাশভাঙা এক বৃষ্টিতেই যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ তখন বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত!বৃষ্টিতে ভাসতে পারে এবারের পুজো। পুজোর প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস!আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর হরমান বিশ্বাস বলেন, আগামী কয়েক দিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আছে, সেটা থাকবে আগামী ৭ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ২৭ তারিখ ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।






















