Sovan Baisakhi: সুরুচি সঙ্ঘের পুজোয় জমকালো সাজে শোভন-বৈশাখী, 'এখানে ঢুকলে অনেকটা সেলুলার জেলের মতো ফিলিংস আসে..'
Durga Puja 2025 Sovan Baisakhi: সুরুচি সংঙ্ঘের পুজোয় জমকালো সাজে দেখা গেল শোভন-বৈশাখীকে, কী বললেন ?

কলকাতা: সুরুচি সঙ্ঘের পুজোয় জমকালো সাজে দেখা গেল শোভন-বৈশাখীকে। গোলাপী পাঞ্জাবী পরে এলেন শোভন। এবং সঙ্গে মানানসই সাজে বৈশাখী। সুরুচি আর রুচির মধ্যে একটা সমণ্বয় হয়, সেটা অরূপ, রূপ দিয়ে ফুটিয়ে তোলে।আমি আন্দামান গিয়েছিলাম। আপনারা জানেন যে, সেলুলার জেলের একটা অংশ অলরেডি সমুদ্রে..।এখানে ঢুকলে অনেকটা সেলুলার জেলের মতো ফিলিংস আসে।..তো এটা সেলুলার জেল নয়। এখানে চিন্তাভাবনায় জেলের মধ্যে যে একটা স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক যেভাবে তুলে ধরেছে, সেটা অভাবনীয়।'
আরও পড়ুন, সুরুচি সঙ্ঘের পুজোয় অভিনেতা দেব, 'নিউজ চ্যানেলে দেখেই পুজোটা কেটে যায়..'
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেন তিনি। এবিপি আনন্দকে জানান শোভন চট্যোপাধ্যায়। তাহলে কি এবার পাকাপাকিভাবে তৃণমূলে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র? উৎসবের আবহে মাথাচাড়া দিল এই জল্পনা। পুজো মানেই পরিযায়ীদের ঘরে ফেরা। দূরত্ব ঘুচিয়ে শিকড়ের কাছে আসা। আর এই উৎসবের আবহেই কি পুরনো ঘরে, মানে তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্য়ায়?একটা খবরে জোরাল হল সেই জল্পনা।
কলকাতার প্রাক্তন মেয়রের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছেন তিনি এবং বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।তৃণমূলে ফেরার আর্জিও জানিয়েছেন।কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার হয়েছে। আমি নিজে খুব মুগ্ধ। আমরা তিনজনে ছিলাম। দল যখন যেভাবে কাজে লাগাবে সেই কাজ করতে আমি আগ্রহী, অভিষেককে জানিয়েছি।
একসময়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ছিলেন শোভন চট্টোপাধ্য়ায়।কলকাতার মেয়র এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সব দফতরের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে দিল্লি গিয়ে, জুটিতে বিজেপিতে নাম লেখান শোভন-বৈশাখী।২০২১ সালে বিজেপির হয়ে প্রচারে নেমে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণও করেন। একুশের ভোটে বিজেপি এরাজ্য়ে দাগ কাটতে পারেনি। তারপর বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শোভন-বৈশাখীর। ফের তৃণমূলের কাছাকাছি আসতে শুরু করেন তাঁরা। কখনও ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দেখা যায় এই জুটিকে।কখনও আবার নবান্নে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।
শোভন বলেন, আমি নিজে অভিভূত। আমিও বলছি বয়স কোনও বিষয় নয়, এটা থেকে আজকে অনেক জিনিস উপলব্ধি করেছি! যা আলোচনা হয়েছে তাতে মনে করি, ওই মেঘ থেকে জল আসবে। অভিষেকের উষ্ণতাও উপলব্ধি করেছি। মমতাদি, তাঁর নিশ্চয়ই অভিষেককের সঙ্গে কথা হবে, আমাকেও ডাকবেন। সেই অনুযায়ী যা ভাল বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। যেভাবে অ্যাডজাস্ট করা দরকার, আমি নিজেকে প্রস্তুত রাখছি। আজকের নতুন অভিজ্ঞতা হয়েছে। সেটা আমার বড় পাওনা।
শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে শ্রেষ্ঠ শারদ উপহার। আমি কখনও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন আলাপচারিতা শুনিনি। যে আন্তরিকতা অভিষেক, শোভনের প্রতি বর্ষণ করেছে, আমার মনে হয়েছে, এই দিনটা এ বছরের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল। কিছু অভিমানের মেঘ জমে ছিল। ভুল ধারণা, ইচ্ছে করে নানা রটানো ছিল, সেই গুলো কেটে গেছে। ওর সক্রিয়তা সময়ের অপেক্ষা। বৈঠক তো হল। ঘাসফুলের বাগানে শোভনের প্রত্য়াবর্তন কি তাহলে সময়ের অপেক্ষা?






















