Durga Puja Astrology : দেবীপক্ষ শুরু হতেই নক্ষত্র বদল শনির, দুর্গাপুজোয় কারও কঠিন সময়, কারও রাজার হাল
শনিগ্রহ দেবীপক্ষেই নক্ষত্র পরিবর্তন করবে। আর তার ফলে ৫ রাশির মাথাব্যথা শুরু হয়ে যাবে।
কলকাতা : অক্টোবর মাসে, দুর্গাপুজোর গেই নক্ষত্র পরিবর্তন করছেন শনি। কোনও গ্রহের ক্ষেত্রে রাশি পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ, নক্ষত্র পরিবর্তনও ততটা । শনিগ্রহ দেবীপক্ষেই নক্ষত্র পরিবর্তন করবে। আর তার ফলে ৫ রাশির মাথাব্যথা শুরু হয়ে যাবে।
মেষ রাশি- শনি গ্রহের বক্র দৃষ্টি পড়তে পারে এই রাশির জাতকদের উপর। এই রাশির জাতকদের সহজে রেগে যাওয়ার স্বভাব আছে। শনির রোষ থেকে রক্ষা পেতে, এই রাশির জাতকদের রাগ ত্যাগ করতে হবে। অন্যথায় খারাপ পরিণতির মুখোমুখি হতে পারেন। ৩ অক্টোবর থেকে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে যাত্রা করবেন। ২৭ ডিসেম্বর 2024 পর্যন্ত এই রাশিতেই থাকবেন বড়ঠাকুর । এই সময়ে কোনও ভুল কাজ করা যাবে না।
মিথুন রাশি - শনিদেবের রোষে অনেকেই আর্থিক সমস্যায় পড়েন। মিথুনের জাতক হলে এই সময় সঞ্চয়ে মন দিতে হবে। এই ট্রানজিটে সময়ে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। এই রাশির জাতকরা যদি বিবাহিত না হন তবে এই সময়টা বিয়ের সম্বন্ধ দেখতে পারেন। মন মিলে যেতে পারে। সাফল্য পেতে পারেন চাকরিজীবীরা। অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজতে ব্যস্ত থাকবেন। মানসিক চাপ বাড়তে পারে।
সিংহ রাশি- সূর্য শনিদেবের পিতা। আবার সিংহ রাশির অধিপতি সূর্য। লোক কথা অনুসারে যদিও পিতা ও পুত্রের সম্পর্ক মধুর নয়। তাই সিংহ রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে। যদিও শনি এই রাশির জাতকদের খুব বেশি কষ্ট দেবেন না। শেয়ার বাজার থেকে সুবিধা পেতে পারেন। কেরিয়ার নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে।
তুলা রাশি- শনিদেবের সবচেয়ে প্রিয় কোনো রাশি থাকলে তা হল তুলা। এই কারণে, এই রাশির জাতকরা নিশ্চিন্ে থাকতে পারেন। যদি কোনও অন্যায় করেন তবে শনি কঠোর শাস্তি দিতে পারেন। শনিদেব তবেই সদয় থাকবেন, যদি এই রাশির জাতকরা কাউকে না ঠকান ।
কুম্ভ রাশি - শনি বর্তমানে এই রাশিতে অবস্থান করছে। শনি এই রাশির অধিপতি। আর্থিক লাভের ভাল সময় এটি । শনিদেবের কৃপায় বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা অর্থ পরিশোধ হয়ে যাবে। ব্যবসায় নতুন যোগাযোগের মাধ্যমে আপনার আয় বাড়তে পারে। মধ্যস্থতাকারীর ভূমিকায় সফল হতে পারেন।
মীন রাশি - শনি অর্থের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। তবে পড়ুয়া বা রাজনীতিকদের ক্ষেত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন দারুণ উপকারী হতে পারে। কঠোর পরিশ্রম করুন এবং দরিদ্রদের সাহায্য করুন, শনি এমন অলৌকিক ঘটনা দেখাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর