Durga Puja Weather : সোমবার রাতের পর থেকেই কমবে জলীয় বাষ্প, উত্তুরে হাওয়ার শিরশিরানি পুজোর মধ্যেই
ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা : আরবসাগরে তৈরি হয়েছে ঘূনাবর্ত। আবহাওয়া দফতর ( Weather Update ) জানাচ্ছে, শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে ( Depression ) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে, তা সিস্টেমের গঠন সম্পূর্ন হলে জানা যাবে বলে জানিয়েছে মৌসম ভবন। এ রাজ্যে তার কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই।
ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই : আবহাওয়া দফতর
রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও। নবরাত্রির দ্বিতীয় দিনের পর থেকে তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমাঞ্চল সহ কোনও কোনও জেলায় এই উইকেন্ডে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। অত্যন্ত মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহবিদদের। নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। উপকূলের জেলায় দু এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তরাই ডুয়ার্স ও সমতলে বৃষ্টির তেমন আর কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং,কার্সিয়ং ও কালিম্পং ছাড়া বাকি উত্তরবঙ্গে সোমবার রাতের পর থেকেই জলীয় বাষ্প কমতে শুরু করবে। তৃতীয়া থেকেই ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অল্প অল্প করে অনুভূত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প কমবে। শুষ্ক হবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় চতুর্থী থেকে ভোরের দিকে সামান্য শিরশিরানি ভাব থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।
কলকাতার আবহাওয়া
মহানগরে তৃতীয়া পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। চতুর্থী থেকে তা ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ।
অন্যদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জম্মু-কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। কেরল ও মাহেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮ অক্টোবর পর্যন্ত। ১৬ থেকে ১৮ অক্টোবর কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা। ।