আজ পশ্চিম বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তা দুর্গাপুরে
পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আজ পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর। পানাগড়ে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর শহর।
বুধবার পানাগড়ে একটি বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের শিল্পতালুকে সাজো সাজো রব। মঙ্গলবার সকালে অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন দুর্গাপুরের পূর্বের বিধায়কও। এদিন বিকেলে দুর্গাপুরে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০৯ সালে, পনেরশো একর জমির ওপর তৈরি হয় পানাগড় শিল্পতালুক। প্রথম দিকে বেশ কয়েকটি কারখানা তৈরি হলেও, মাঝে কয়েকবছর নতুন কোনও কারখানা আসেনি। সম্প্রতি তৈরি হচ্ছে একটি পলিফিল্ম কারখানা। বুধবার দুপুরে তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। কারখানা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর শহর।
এদিন দুপুরে মুখ্যমন্ত্রী নামবেন দুর্গাপুরের স্টেডিয়ামের হেলিপ্যাড। এর পর বুধবার দুপুর দেড়টায় পানাগড় শিল্পতালুকে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কথা বলবেন উদ্যোগপতিদের সঙ্গে। মঙ্গলবার চূড়ান্ত পর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে পানাগড় শিল্পতালুকে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
আশা করা হচ্ছে, পানাগড় শিল্পতালুকে এই বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আশপাশের এলাকার প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। বুধবার যে কারখানার ভিত্তিপ্রস্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থাপিত হবে, তার উৎপাদন শুরু হতে তিন বছর সময় লেগে যাবে। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে শহর দুর্গাপুরকে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে বৃষ্টি নিয়ে একটা চিন্তা রয়েছেই। সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ছাউনি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে। এদিকে মুখ্যমন্ত্রীর উদ্যোগপতিদের সঙ্গে আলোচনায় কী উঠে আসে সেদিকেও নজর থাকবে সকলের। প্রসঙ্গত, আশপাশের প্রায় দেড় হাজার একর জমি নিয়ে তৈরি হয়েছে পানাগড় শিল্পতালুক। এই শিল্পতালুক নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এলাকার মানুষের। কাল মুখ্যমন্ত্রী কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলে অনেকের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।






















