FIFA WC 2022: এবার মিষ্টিতেও মেসি ম্যাজিক, দুর্গাপুরে দেদার বিকোচ্ছে মেসি মিষ্টি
West Burdwan News: বিশ্বকাপের আমেজে দেদার বিকোচ্ছে লিওনেল মেসি মিষ্টি। ভবিষ্যতে দোকানদারের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিষ্টি তৈরির পরিকল্পনাও রয়েছে।
দোহা: কাতারে রমরমিয়ে চলছে ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022) মহারণ। গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। আমাদের রাজ্যও বাদ নেই। কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্তিনার সমর্থক, আবার কেউ কেউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) তথা পর্তুগালের জন্য গলা ফাটাচ্ছেন। যত খেলা এগোচ্ছে ততই বাড়ছে উন্মাদনা। সেই উন্মাদনা প্রভাব থেকে বাদ পড়ল না মিষ্টিও।
মেসি মিষ্টি
দুর্গাপুরের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে শুরু হয়েছে বিশ্বকাপের মহাতারকাদের নামে মিষ্টি তৈরির বহর। বিভিন্ন বড় দলগুলির স্ট্রাইকারদের নামে মিষ্টি বানানো হচ্ছে। সেই মিষ্টি কেনার জন্য দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। লিওনেল মেসির (Lionel Messi) নামে তৈরি হয়েছে মিষ্টি। মেসিরে আদলে তৈরি মিষ্টির দাম পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে। শুধু খেলোয়াড়দের আদলেই মিষ্টি নয়, ব্রাজিল এবং আর্জেন্তিনার মতো জনপ্রিয় দলের জার্সিং রঙেও তৈরি হচ্ছে হরেক রকম মিষ্টি, রসগোল্লা। বিশ্বকাপ ধীরে ধীরে নক আউট পর্বের দিকে এগোচ্ছে।
রোনাল্ডো মিষ্টির পরিকল্পনা
আসন্ন রবিবারেই শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। আর যত দিন যাচ্ছে, ততই এই সব হরেক রকমের মিষ্টি কেনার হিড়িক বাড়ছে সমর্থকদের মধ্যে। কেউ কিনছেন মেসি মিষ্টি, তো কারুর পছন্দ আবার ব্রাজিলের হলুদ নীল রঙের মিষ্টি। মিষ্টি বিক্রেতা দেবাশীষ ঘোষ জানালেন আগামী দিনে আরও হরেক রকমের মিষ্টি বানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। লিওনেল মেসির আদলে মিষ্টি ইতিমধ্যেই বেশ প্রসিদ্ধ হয়েছে। তেমনভাবেই আসন্ন সময়ে রোনাল্ডো ও অন্য স্ট্রাইকার প্লেয়াদের আদলে মিষ্টি বানানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। দর্শকদের মধ্যে এই ধরনের মিষ্টিকে ঘিরে প্রবল আগ্রহ দেখেই তাঁরা আরও ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের আদলে মিষ্টি বানানোর পরিকল্পনা নিয়েছেন।
গোটা বিশ্বজুড়ে লিওনেল মেসির ভক্তের কমতি নেই। ভারতেও অগণিত মেসি সমর্থক রয়েছেন। চোখের সামনে মাঠে বসে নিজের প্রিয় খেলোয়াড়ের ম্যাচ দেখতে সকলেই চান। সেই স্বপ্নই পূরণ হতে চলেছে অষ্টম শ্রেণীর পড়ুয়া নিব্রাসের। গ্রুপ পর্বে আলবিসেলেস্তের (Argentina Football Team) শেষ ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs Poland) বৃহস্পতিবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী)। সেই ম্যাচে মাঠে বসেই মেসি তথা আর্জেন্তিনার জন্য গলা ফাটাবেন কেরলের বালক।
ভাইরাল সমর্থক
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ১-২ ব্যবধানে পরাজিত হয়। এমন অপ্রত্যাশিত হারে বহু আর্জেন্তাইন সমর্থক কান্নায় ভেঙে পড়েন। তাঁদের মধ্যে অন্যতম হলেন নিব্রাস। তবে ক্লাস এইটে পড়া কাসারকোট, থ্রিকারিপুরের বাসিন্দা নিব্রাস কান্নার মাঝেও নিজেকে এবং আশেপাশের সকলকে সান্ত্বনা দেয়। পরাজয়ের পর নিব্রাস বলে, 'সব শেষ হয়ে যায়নি। এখনও এক ম্য়াচ বাকি রয়েছে।' চরম বেদনার মাঝেও নিব্রাসের এই উক্তিটাই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। এবার সেই বালকই যাচ্ছেন কাতারে।
কান্নুর জেলার এক পর্যটন সংস্থার সৌজন্যে কাতারে খেলা দেখতে যাওয়ার সুযোগ পেয়েছে নিব্রাস।
আরও পড়ুন: ২৪ বছর আগে মুখোমুখি হয়েছিলেন ক্লদিও-আমেদ, কাতারে ফের দেখা যেতে পারে রেইনা-আবেদজাদের লড়াই