West Bengal News Updates: এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
West bengal News Update: রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটে ইডি-র হানা
LIVE
Background
West bengal News: ফের দিল্লি-এনসিআর (Delhi NCR)-এ ভূমিকম্প (Earthquake), কাঁপল কলকাতাও (Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূমকম্পনের উৎসস্থল নেপাল (Nepal)। কাঁপল উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহারও (Bihar)।
Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডের (Ration Scam) তদন্তে ফের তৎপর ইডি (ED)। বনগাঁয় আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতে হানা। দুটি দলে ভাগ হয়ে আটা কলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। ইডি সূত্রে দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ আটা কলে রেশনের গম আনা হতরেশন কেলেঙ্কারিতে এই আটা কল মালিকদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ইডি।
Jyotipriyo Mallick: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ফের জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করল ইডি (ED)। সূত্রের খবর, সোমবারের মধ্যে অভিজিৎ দাসকে (Abhijit Das) সম্পূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের ব্যাঁটরার বাড়িতে মেলে মেরুন ডায়েরি। ডায়েরির ভিত্তিতে অভিজিৎকে দিনপাঁচেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
BJP: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) গ্রেফতারি নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুললেন। তবে সঙ্গে জুড়ে দিলেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপধ্যায়ের (Abhishek Banerjee) নাম! জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) মন্তব্য ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। এই নিয়ে কড়া প্রশ্ন তুলেছে বিরোধীরা।
Kunal Ghosh: ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের সব অনিয়ম, কারচুপি সামনে আসবে। সময়সীমা বেঁধে দিয়ে এবার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) । তা শুনে বিজেপির কটাক্ষ, শুভেন্দু-আতঙ্কে ভুগছে তৃণমূল (TMC)।
Malda News: মালদা (Malda) থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল। দত্তপুকুরে বাস থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্য়বসায়ী। ধৃত পূজা বিশ্বাস বারাসাতের আলগরিয়ার বাসিন্দা। উদ্ধার ১২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৪টি ম্যাগাজিন। মালদা-কলকাতা রুটের বাস থেকে মহিলা অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে মালদা থেকে কলকাতায় আনা হয়েছিল নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
West Bengal News: দোকান বিক্রি করায়, তৃণমূলের দলীয় তহবিলে দিতে হয়েছে ৭ হাজার টাকা চাঁদা! রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়! বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি! তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাঁকে দিতে হয়েছে ৭ হাজার টাকা। ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।
WB Live News: বিডিও অফিস থেকে বিক্রি করা হচ্ছে সরকারি নথি, বিতর্ক দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে
বিডিও অফিস থেকে বিক্রি করা হচ্ছে সরকারি নথি। বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ১৫ বছরের পুরনো নথি সরকারি নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। নতুন কিছু নথি বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বিডিওর সাফাই, চোখে পড়া মাত্রই সেগুলি সরিয়ে রাখা হয়েছে।
West Bengal Live News Updates : ইডি-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার, মন্তব্য ইয়েচুরির
ইডি-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার। দুর্নীতি ইস্যুতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তাহলে কি এজেন্সি-সংঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াল সিপিএম? রাজনৈতিক মহলে এনিয়ে জল্পনার মধ্যেই সারদা-তদন্তের প্রসঙ্গ টেনে ইয়েচুরির বক্তব্য, দুর্নীতি যাঁরা করেছে, দেরি না করে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
WB Live News: গাড়ি থেকে বাজেয়াপ্ত প্রায় ৪১ লক্ষ টাকা, বর্ধমানে চালকল মালিক গ্রেফতার
গাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪১ লক্ষ টাকা। বর্ধমানে চালকল মালিককে গ্রেফতার করল পুলিশ। টাকার উৎস কী? কোনও নথি দেখাতে না পারায় গ্রেফতার বলে জানিয়েছে পুলিশ। যদিও আদালতে জামিন পেয়েছেন ধৃত ব্যবসায়ী।
West Bengal Live News Updates : 'বিজেপি যে ওঁকে ফাঁসিয়েছে, সেটা রাজনৈতিক মহল জানে', জ্যোতিপ্রিয়র পাশে ব্রাত্য
মুখ্যমন্ত্রীর পর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিজেপি যে ওঁকে ফাঁসিয়েছে, সেটা রাজনৈতিক মহল জানে। উনি সেটাই বলতে চেয়েছেন। ধৃত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ায়, তার এভাবেই ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী।
WB Live News: এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর । 'করোনার সময় স্বাস্থ্য দফতরে যে দুর্নীতি হয়েছে, তার সব তথ্য জোগাড় করেছি'। 'স্বাস্থ্য দফতরে করোনার সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে'। 'স্বাস্থ্য দফতরে নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে'। 'জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট পাল্টে ভুয়ো ডাক্তার নিয়োগ করা হয়েছে'। 'শুধু শিক্ষা, খাদ্য জেলে গেলে হবে না, স্বাস্থ্যকেও জেলে যেতে হবে'। নন্দকুমারে বিজেপির বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে হুঙ্কার বিরোধী দলনেতার।