East Medinipur News : শাহের সভায় যেতে জোড়া বাসের ভাড়া না দেওয়ায় তৃণমূল কর্মীর দোকান বন্ধ করে দিল বিজেপি !
Amit Shah Rally : বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : কলকাতায় অমিত শাহের সভায় (Amit Shah Rally) যাওয়ার জন্য় দুটো বাসের খরচ দিতে চাপ দেওয়ার অভিযোগ। রাজি না হওয়ায় তৃণমূল কর্মীর বইয়ের দোকানে তালা ঝোলানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামের বিজেপি পরিচালিত বয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। দোকানে তালা লাগানোর কথা স্বীকার করলেও বাসের খরচের জন্য় চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান।
দলীয় সভাকে সামনে রেখে তোলাবাজি কিংবা বাস-গাড়ি দিতে চাপ দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে মাঝেমধ্য়েই ওঠে। কিন্তু এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উলটপূরাণ ! কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার জন্য় তৃণমূল কর্মীর (TMC Worker) কাছ থেকে দুটো বাসের খরচ চাওয়ার অভিযোগ উঠল। রাজি না হওয়ায় তৃণমূল কর্মী নবকুমার সামন্তর বইয়ের দোকানে তালা ঝোলানোর অভিযোগ উঠল বিজেপি (BJP) পরিচালিত নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান চন্দ্রকান্ত মণ্ডলের বিরুদ্ধে।
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বুধবার সভা করবে বিজেপি। যেখানে প্রধান বক্তা অমিত শাহ। অভিযোগকারী তৃণমূল কর্মীর দাবি, সভায় বিজেপি কর্মীদের নিয়ে যাওয়ার জন্য়, তাঁর কাছে দুটো বাসের খরচ চান বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল। রাজি না হলে তাঁর বইয়ের দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।
নন্দীগ্রামের তৃণমূল কর্মী নবকুমার সামন্তের দাবি, 'বয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও তাঁর দলবল আসে। এসে বলে যে আমাদের ২৯ তারিখে আমাদের প্রোগ্রাম আছে। কলকাতা যাওয়ার। সেই প্রোগ্রামে যাওয়ার মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বা দুটো গাড়ি দিতে হবে। আমি বললাম আমি দিতে পারব না। কেন দেব? বললেন আমাদের এখানে থাকতে গেলে চাঁদা দিচে হবে। না বলে দোকান বন্ধ থাকবে। বলে দোকানে তালা মেরে দেন চন্দ্রকান্ত মণ্ডল।' যদিও অভিযোগ অস্বীকার করে বয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত মণ্ডল বলেছেন, 'এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভিডিও ফুটেজ আমি পেয়েছি। তার প্রমাণ তো ওকে করতে হবে। আমাদের এক জনপ্রতিনিধির গায়ে হাত দিয়েছে ওরা। মারধর করেছে। বসার জন্য় ওকে বারবার বলা হয়েছে। ও আসেনি। অঞ্চলের বিভিন্ন যখন আমরা ট্রেড লাইসেন্সগুলো তদন্ত করতে যাই ওই ব্য়ক্তি এমন একজন ঔদ্ধত্য় ব্য়ক্তি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে নিয়ে বসার জন্য়। ও রাজি না হওয়ায় তাই দোকান বন্ধ করা হয়েছে।'
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।