East Midnapore: সহকারী প্রধান শিক্ষক কে হবেন? ধুন্ধুমার কাঁথিতে, 'আক্রান্ত' স্কুল পরিচালন সমিতির সভাপতি
East Midnapore News: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন। দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন- স্কুলেরই শিক্ষক সলিল ভৌমিক।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: স্কুলে সহকারী প্রধান শিক্ষক কে হবেন? সেউ নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার স্কুল চত্বর। ঘটনা কাঁথির কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনে। ঘটনায় আক্রান্ত হলেন স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন। দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন- স্কুলেরই শিক্ষক সলিল ভৌমিক। রবিবার ৬ জন শিক্ষকের মধ্য থেকে (ইন্টারভিউর) সহকারী প্রধান শিক্ষক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই সময় বাঁধে বিপত্তি। অভিযোগ, প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন স্কুলের শিক্ষকের সামনে বেশ কিছু দুষ্কৃতী এসে, স্কুলের এক শিক্ষক শিবশঙ্কর কোটালকে সহকারী প্রধান শিক্ষক নির্বাচনের জন্য দাবি করে। অভিযোগ বিরোধিতা করলে স্কুলের পরিচলন কমিটি'র সভাপতি নিত্যানন্দ মাইতির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করা হয় বলেও অভিযোগ। টেনে হিঁচড়ে স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, সিসিটিভি বন্ধ রেখে এউই কাজে দুষ্কৃতীদের সাহায্য করেছেন প্রধান শিক্ষক রাধামাধব দাস।
যদিও আহত কাউন্সিলর জানিয়েছেন, "প্রধান শিক্ষক যুক্ত রয়েছেন কি না আমি জানি না। যখন ইন্টারভিউ শুরু হয়নি তখন কিছু ব্যক্তি নিচে ডাকে, নির্দিষ্ট একজনকে নিয়োগ করতে হবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমনটা দাবি করেন। সেই কথা না মানলে মারধর করা হয়। জামা ছেড়ে দেওয়া হয়।'' আক্রান্ত জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে তিনি চেনেন। দলীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন তিনি।
তবে স্কুলের প্রধান শিক্ষক কোনওভাবেই এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, "একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমি আইনের দ্বারস্থ হয়েছি। স্কুলে লাগানো সিসিটিভির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মেজাজ হারিয়ে বলেন, "কয়েকদিন ধরে খারাপ রয়েছে, আমি টেকনিশিয়ানকে জানিয়েছি।'' কিন্তু এ বিষয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এই ব্যাপারে কাঁথির পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "বিষয়টি আমি শুনেছি। তবে এই ব্যাপারে প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার কাউন্সিলর নিজেই নিতে পারেন। আমাকে উনি জানালে পুরসভার তরফ থেকে যা করণীয় তা করব।''





















