Fraud Case: চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ, পাঁশকুড়ায় ধৃত এক
East Midnapore News: কখনও চাকরির টোপ দিয়ে মোটা টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র। কখনও কম দামে পুরনো এসি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লোপাট। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দীর্ঘদিন ধরেই উঠছিল এমন অভিযোগ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় (Panshkura) চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির তৎপরতায় হাতেনাতে পাকড়াও অভিযুক্ত। নেপথ্যে বড় কোনও প্রতারণাচক্র? তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানা (Panshkura Police Station)।
ফের প্রতারণার অভিযোগ: কখনও চাকরির টোপ দিয়ে মোটা টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র। কখনও কম দামে পুরনো এসি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লোপাট। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পাঁশকুড়ায় দীর্ঘদিন ধরেই উঠছিল এমন অভিযোগ। এবার পাঁশকুড়া বিডিও অফিস চত্বর থেকেই এক অভিযুক্তকে পাকড়াও করলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। ধৃত অমল গায়েন পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার বাসিন্দা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ বলেন, “কখনও চাকরির নাম করে আবার কখনও কম দামে ত্রিপল এসি মেশিন দেওয়ার নাম করে টাকা হাতাতো। অনেকদিন ধরেই অভিযোগ কানে আসছিল। আজ ধরতে পেরেছি।’’ অভিযোগ, রীতিমতো আটঘাট বেঁধে বিডিওর নাকের ডগাতেই চলছিল প্রতারণা! পুলিশ সূত্রে খবর, বিডিও অফিসের আধিকারিক পরিচয় দিয়ে জাল বিছিয়েছিল অভিযুক্ত। পাঁশকুড়ার বিডিও ধেনদুপ ভুটিয়া বলেন, “চাকরির নাম করে টাকা নিয়েছিল। আজকে হাতেনাতে ধরা পড়ে। পুলিশের হাতে তুলে দিয়েছি।’’ নেপথ্যে বড় কোনও প্রতারণা চক্র? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পাঁশকুড়া থানা।
মালদায় প্রতারণার অভিযোগ: মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) মোবাইল ফোনের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার (Fraud) অভিযোগ ওঠে। দিনকয়েক আগে কলকাতা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানা (Malda Cyber Crime Police Station)। নেপথ্যে আর কারা জড়িত? জানতে ধৃতকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে। বড় কোনও প্রতারণাচক্রের সঙ্গে ধৃতের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: Malda News: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা, চাঁচলে গৃহহীন বহু পরিবার